রিমান্ড শেষে আগামী শুক্রবার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে আদালতে তোলার কথা রয়েছে।
Published : 22 Jun 2023, 09:05 PM
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার দুই আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন।
চারদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বিকালে ছয় আসামিকে জামালপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তানভীর আহমেদের আদালতে হাজির করা হয়।
এ সময় আসামি রেজাউল করিম ও মনিরুজ্জামান ওই হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানান বাদীর আইনজীবী মো. ইউসুফ আলী। পরে ছয় আসামিকে কারাগারে পাঠানো হয়।
গত ১৮ জুন একই বিচারক সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার ১৩ জনের মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে পাঁচদিন, ছয় আসামিকে চারদিন ও অপর ছয় আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন থেকেই রিমান্ড শুরু হয়।
রিমান্ড শেষে আগামী শুক্রবার নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে আদালতে তোলার কথা রয়েছে।
গত ১৪ জুন রাতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সদরের পাটহাটি এলাকায় সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে গুরুতর আহত করে। পরদিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নাদিম মারা যান।
এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ১৭ জুন বকশীগঞ্জ থানা মামলা করেন। মামলায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করা হয়।
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন।