সারাদেশে বিভিন্ন সংগঠনের ব্যানারে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
Published : 17 Jun 2023, 08:11 PM
জামালগঞ্জের বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িতদের বিচারের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত রেখেছেন সংবাদকর্মীরা।
শনিবার সকাল থেকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন জেলার প্রেসক্লাবসহ নানা জায়গায় এ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম। পরদিন বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঘটনার তিনদিন পর শনিবার দুপুর পৌনে ১টার দিকে বকশীগঞ্জ থানায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা করেন।
শনিবার পঞ্চগড় থেকে প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব।
বিকালে এই মামলায় গ্রেপ্তার নয় জনকে জামালপুরের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার তাদের রিমান্ড শুনানি হবে।
বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠান খবর-
ব্রাহ্মণবাড়িয়া:
শনিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা মানববন্ধন করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পীযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী ।
কুমিল্লা:
শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লা নগরীর প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশে পালন করা হয়।
এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিকের সভাপতিত্বে সিটিভি নিউজ কুমিল্লার সম্পাদক ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের কুমিল্লা প্রতিনিধি তৈয়বুর রহমান সোহেল, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কুমিল্লা প্রতিনিধি অশোক বড়ুয়া, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম ফিরোজ মিয়া।
গোপালগঞ্জ:
শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
এ সময় বক্তারা সাগর-রুনীসহ ১৯৭১ সাল থেকে এ পর্যন্ত যত সাংবাদিককে হত্যা করা হয়েছে সকল হত্যার বিচার দাবি করেন।
এ মানববন্ধনে আরও বক্তব্য দেন সাংবাদিক মিজানুর রহমান বুলু, এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, প্রমথ রঞ্জন সরকার, এফ এম মাহবুব ও সুলতান।
চাঁপাইনবাবগঞ্জ:
শনিবার বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সংবাদকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, গোলাম রব্বানী নাদিমের হত্যা দেশে স্বাধীন সাংবাদিকতার ওপর আরেকটি আঘাত। হত্যার সুষ্ঠু বিচার ও নিহত সাংবাদিক নাদিম পরিবারের পুনর্বাসনের দাবি জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক, মাছরাঙ্গা টেলিভিশন প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি রফিকুল আলম, যমুনা টেলিভিশন প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল।
জয়পুরহাট:
শনিবার দুপুরে শহরের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করেন জয়পুরহাট জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সংবাদিক।
এ সময় মানববন্ধবনে বক্তব্য দেন, জয়পুরহাট সাংবাদিক ঐক্যজোটের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, জেলা টেলিভিশন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোমেন মুনি, প্রেসক্লাব জয়পুরহাটের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি সোহেল আহম্মেদ লিও।
ময়মনসিংহ:
শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার তীব্র নিন্দা জানান। সেইসঙ্গে সাংবাদিক নির্যাতন বন্ধ, সব সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার এবং অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালে জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবি করেন।
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নে সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মূসা, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক আ ন ম ফারুক।
নরসিংদী:
শনিবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে অবিলম্বে নাদিম হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকের পত্রিকার সম্পাদক এ বি এম আজরাফ টিপু, দৈনিক সময়ের মুক্তচিন্তার সম্পাদক জয়নাল আবেদীন, সাংবাদিক হলধর দাস, সঞ্জিত সাহা, সুমন বর্মণ।
রংপুর:
শনিবার বেলা সোয়া ১১টায় দিকে রংপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশ কর্মসূচিতে ১০টি সাংবাদিক সংগঠনের নেতাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
প্রেসক্লাব রংপুরের সভাপতি মাহবুব রহমান হাবুর সভাপতিত্বে ও ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক সংবাদের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল, দৈনিক মায়াবাজারের ব্যবস্থাপনা সম্পাদক সুশান্ত ভৌমিক, এনটিভির জ্যেষ্ঠ স্টাফ রিপোর্টার একেএম মঈনুল হক, চ্যানেল আইয়ের সাংবাদিক মেরিনা লাভলী, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর ফটোজার্নালিস্টের সাধারণ সম্পাদক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রংপুর প্রতিনিধি আফতাবুজ্জামান হিরু, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহমেদ, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি আবুল হোসেন বাবলু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশেন রংপুরের সহ সভাপতি আসাদুজ্জামান আফজাল, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-টিসিএ রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইভান চৌধুরী।
সিরাজগঞ্জ:
শনিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও বাংলানিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক হেলাল উদ্দিন, হারুন-অর-রশিদ খান হাসান, বাবু ইসলাম, ইসমাইল হোসেন, এস এম তফিজ উদ্দিন, ইসরাইল হোসেন বাবু, হীরক গুণ, আমিনুল ইসলাম, মাহমুদুল হাসান উজ্জল, গোলাম মোস্তফা রুবেল, রোমান আহমেদ ও সাজিরুল ইসলাম সঞ্চয়।
আরও পড়ুন
নাদিম খুন: ইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড় থেকে গ্রেপ্তার
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড
নাদিম হত্যাকারীরা ‘চিহ্নিত’, গ্রেপ্তার ১০: জামালপুরের এসপি
নাদিমের খুনিদের গ্রেপ্তারে রাজপথে সাংবাদিকরা
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সাংবাদিক নাদিম
জামালপুরে নাদিম হত্যার নেপথ্যে ‘ইউপি চেয়ারম্যানের সংবাদ প্রকাশ’
জামালপুরে সাংবাদিক নাদিম হত্যায় ৪ জন আটক
জামালপুরে হামলায় আহত সাংবাদিকের মৃত্যু