নাদিমের জানাজায় স্থানীয় প্রশাসনসহ আওয়ামী লীগ, বিএনপি, সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
Published : 16 Jun 2023, 05:05 PM
‘প্রতিবেদন প্রকাশের জেরে’ হত্যাকাণ্ডের শিকার জামালপুরের বকশিগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় জেলার বকশিগঞ্জের স্থানীয় নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার বাড়ি গোমের চর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
জানাজায় স্থানীয় প্রশাসনসহ আওয়ামী লীগ, বিএনপি, সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় নাদিমের হত্যাকারীদের বিচারের দাবি ওঠে; পরে বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।
এর আগে নাদিমের প্রতি জামালপুর প্রেসক্লাব ও জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শ্রদ্ধা জানায়।
জানাজায় বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ সোহেল রানা, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুম্মান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, অনলাইন জার্নালস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগা সাইম, প্যানেল মেয়র মিজানুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, সাংবাদিক আশরাফুল হায়দার, বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উলাহ্, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহিন আল আমিন, বিএনপি নেতা আবদুল্লাহ্ আল সাফি, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন উপস্থিত ছিলেন।
বুধবার রাত ১০টার দিকে বকশিগঞ্জের পাথাটিয়ায় ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে নাদিমের ওপর হামলা চালায় একদল অস্ত্রধারী। বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাথায় গুরুতর আঘাতে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
গোলাম রাব্বানী নাদিম জামালপুরের বকশিগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে।
তিনি বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জালামপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন।
আরও পড়ুন
জামালপুরে হামলায় আহত সাংবাদিকের মৃত্যু
জামালপুরে নাদিম হত্যার নেপথ্যে ‘ইউপি চেয়ারম্যানের সংবাদ প্রকাশ’