এ নিয়ে এই মামলায় মোট তিনজন জামালপুর জেলা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।
Published : 23 Jun 2023, 07:57 PM
জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার পাঁচ দিনের রিমান্ড শেষে বাবুকে জেলা বিচারিক হাকিম হাসিব উল্লাহ পিয়াসের আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দির আবেদন করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
পরে খাস কামরায় বিচারক তার জবানবন্দি লিপিবদ্ধ করেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী।
এর আগে আরও দুই আসামি জবানবন্দি দেন। বাবু চেয়ারম্যানকে নিয়ে মোট তিনজন স্বীকারোক্তি দিলেন।
১৪ জুন রাতে উপজেলার পাটহাটি এলাকায় সন্ত্রাসীরা সাংবাদিক নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে গুরুতর আহত করে। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
তার স্ত্রী মনিরা বেগমের মামলায় এখন পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে ডিবি। বাবুকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করে র্যাব। তবে মামলার আসামি তার ছেলে রিফাত এখনও গ্রেপ্তার হয়নি।
গোলাম রব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন।
আরও পড়ুন:
সাংবাদিক নাদিম হত্যা: কে এই বাবু চেয়ারম্যান
নাদিমকে ঠিক করা ১ মিনিটের বিষয়, ‘বাবু চেয়ারম্যানের’ অডিও ভাইরাল
সাংবাদিক নাদিম হত্যা: আদালতে ২ আসামির জবানবন্দি
নাদিম হত্যার বিচারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত
সাংবাদিক নাদিম হত্যা: ১৩ জন রিমান্ডে, বাবু ৫ দিনের
সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু বরখাস্ত
জামালপুরে হামলায় আহত সাংবাদিকের মৃত্যু
সাংবাদিক নাদিমকে ‘উচিৎ শিক্ষা’ দিতে চেয়েছিলেন ইউপি চেয়ারম্যান বাবু: র্যাব
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড
নাদিম খুন: ইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড় থেকে গ্রেপ্তার