Published : 16 Jan 2025, 11:41 AM
ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবনের গল্প নিয়ে পশ্চিমবঙ্গের নির্মাতা ‘পদাতিক’ নামের যে সিনেমা বানিয়েছেন, সেটি দেখা যাবে ঢাকার চলচ্চিত্র উৎসবে।
এই সিনেমায় মৃণাল সেন হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিনামূল্যে ‘পদাতিক’ দেখতে পাবেন দর্শকরা।
বিজ্ঞপ্তিতে উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে নির্বাচিত হয়েছে সৃজিতের 'পদাতিক’ সিনেমা।
সিনেমা শুরুর আগে পরিচয় পর্বে উপস্থিত থাকতে পারেন সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা।
গেল বছরের ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসে দেশটির প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পদাতিক’। একই দিনে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও, সেসময় সরকার পতন ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়, তাতে চঞ্চলের এই সিনেমাটি আর আলোর মুখ দেখেনি।
প্রেক্ষাগৃহে আসার আগে ‘পদাতিক’র প্রিমিয়ার শো হয়েছে ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে’।
২০২৩ সালের শেষের দিকে মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিনেমাটি নির্মাণের ঘোষণা আসে। যেখানে নির্মাতা সৃজিত মৃণাল চরিত্রে বেছে নেন চঞ্চলকে, কারণ সৃজিত মনে করেছিলেন, দুজনের মুখের দারুণ ‘মিল’ আছে।
এ সিনেমায় প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও তার সময়ের গল্প এঁকেছেন সৃজিত।
কীভাবে মৃণাল সেন হয়ে উঠলেন চঞ্চল? এমন প্রশ্নে ভারতীয় পত্রিকা সংবাদ প্রতিদিনে চঞ্চল বলেছিলেন, “আমাকে কিছু বইপত্র দেওয়া হয়েছে, কিছু ভিডিও দেওয়া হয়েছে। সেটা তো একটা ব্যাপার। কিন্তু মানুষটার ভেতরটা, মানুষটার দৃঢ়তা, অন্তরটা তো দেখা যায় না।
"এ বিষয়গুলো আসলে অনুভব করতে হয়। তার সিনেমার বক্তব্য, সিনেমা তৈরির উদ্দেশ্য সবগুলো বুঝে নেওয়ার প্রস্তুতি চলেছে। কঠিন এবং সময়সাপেক্ষ কাজ। আমার এখানেই একটু অতৃপ্তি রয়েছে, আরো বেশি সময় ধরে তাকে বুঝতে হত। আরো বেশি সময় দরকার ছিল।”
বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা গেছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষকে। এছাড়া জিতু কমল, করক সামান্তাসহ আরও অনেকে অভিনয় করেছেন।
বয়োপিকের চিত্রনাট্যও লিখেছেন সৃজিত, এ কাজে তাকে সহযোগিতা করেছেন মৃণাল সেনের ছেলে কুণাল। সিনেমাটি প্রযোজনা করছেন ফিরদৌসুল হাসান।
আরও পড়ুন:
মৃণাল সেন রূপে চঞ্চলকে কুর্নিশ জানালেন অপর্ণা সেন
ঢাকায় চঞ্চলের 'পদাতিক' মুক্তিতে অনিশ্চয়তা
ঢাকা ও কলকাতায় একই দিনে আসছে 'পদাতিক'
চরিত্র হয়ে উঠতে প্রয়োজন অনেক কিছু: মৃণালকে নিয়ে চঞ্চল
মৃণাল না চঞ্চল, চাঞ্চল্য চঞ্চলেও
মৃণাল সেন হয়ে আসছেন চঞ্চল চৌধুরী
তিন সময়ের মৃণালকে নিয়ে 'পদাতিক'র ঝলক
'পদাতিক' সিনেমায় কবীর সুমনের গান
মৃণাল আর চঞ্চল মিলেমিশে 'মৃণাঞ্চল'
'পদাতিক' নিয়ে লন্ডনে চঞ্চল-সৃজিত
চঞ্চল ফ্লোরে ঢুকেই বলতেন, 'গিন্নি কেমন আছ'
'পদাতিক' সেরা 'স্ক্রিন প্লে' জিতল নিউ ইয়র্কে