Published : 05 May 2025, 03:21 PM
ভারতের হিন্দি সিনেমার নায়ক শাহরুখ খানের তরুণ বয়সের যে ছবিগুলো ইন্টারনেটে ঘুরছে, সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি নয় বলে নিশ্চিত করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতের এই সংবাদমাধ্যমটি বলছে, এই ছবিগুলো শাহরুখের কলেজ জীবনে তোলা। তখনো অভিনয় জীবনে পা রাখেননি এই নায়ক।
শাহুরখের দুষ্পাপ্য ছবিগুলো শেয়ার করেছেন অভিনতা অমর তিওয়ারি। তিনি ২০০১ সালে মুক্তি পাওয়া ‘কাভি খুশি কাভি গম’ সিনেমায় শাহরুখের সহশিল্পী হয়েছিলেন।
তিওয়ারি ইনস্টাগ্রামে এই ছবিগুলো শেয়ার করে লিখেছেন, সেগুলো তোলা হয়েছিল ১৯৯০ সালে। তখন শাহরুখ মঞ্চ নাটকে অভিনয় করতেন।
এই ছবিগুলো দেখে অনেকে প্রশ্ন রেখেছিলেন, সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি কি না।
১৯৯২ সালের ২৫ জুন রাজ কুমার পরিচালিত ‘দিওয়ানা’ মুক্তি পায়। ওই সিনেমায় ধনী গায়ক ‘ববির’ চরিত্রে প্রথম বড় পর্দায় অভিনয় করেন শাহরুখ, তার নায়িকা ছিলেন দিব্যা ভারতী।
এরপরের তিন দশকের বেশি সময়ে অন্য অনেক অভিনেতার মতই নানা ধরনের চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গেছেন শাহরুখ। বলিউডের পরিবর্তন, ভালো-মন্দে খাপ খাইয়েছেন নিজেকে। কখনও তার সাফল্যে বক্স অফিস ঝলমল করেছে, আবার একের পর এক ফ্লপ ছবি হতাশ করেছে ভক্ত-অনুরাগীদের। কিন্তু ফের তিনি ঘুরে দাঁড়িয়েছেন, বলিউডকে লাভের মুখ দেখিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং ক্রিকেট বাণিজ্যের খাতাতেও নাম লিখিয়েছেন কিং খান। দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা ধরে রাখা বলিউড অভিনেতাদের একজন শাহরুখ। সিনেমার সংখ্যা এবং আয়ের দিক থেকেও তিনি ভারতের শীর্ষ তারকাদের একজন।
শাহরুখের ভাষ্য, যখন যে সিনেমায় তিনি অভিনয় করেছেন, সেটি ‘সেরা’ হবে, এই প্রত্যাশা আর বিশ্বাস নিয়েই কাজটা করেছেন।
আগামীতে শাহরুখ আসছেন ‘কিং খান’ সিনেমা দিয়ে; সেখানে শাহরুখের সহশিল্পী হয়েছেন তার মেয়ে সুহানা খান।
আরও পড়ুন