Published : 05 May 2025, 07:13 PM
চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।
সোমবার নগরীর টাইগার পাসে অস্থায়ী নগর ভবনে এই সাক্ষাতের বিষয়ে জানানো হয় সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে।
সাক্ষাতে বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান মেয়র শাহাদাত হোসেন।
পাশাপাশি চট্টগ্রামের জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন মেয়র।
সাক্ষাতে চট্টগ্রামের উন্নয়নে চলমান কার্যক্রমের বিবরণ তুলে ধরে শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামের উন্নয়নে সবগুলো সংস্থাকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। তবে সিটি গভর্নমেন্ট থাকলে কাজ করতে সুবিধা হত।
“চট্টগ্রামের বিকাশে সিটি গভর্মেন্ট দরকার। সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা অলরেডি বুঝিয়েছি যে একটা জিনিস আমাদের খুব দরকার সেটা হচ্ছে সিটি গভর্নমেন্ট বা নগর সরকার। সেটা যদি থাকতো তাহলে সিটি মেয়র হিসেবে আমি সবগুলো সংস্থাগুলোকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে পারতাম।”
এসময় ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, “বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যে ভারসাম্য আনা প্রয়োজন। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে রপ্তানি করে সে তুলনায় আমদানি করে খুব কম।
“এক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি উন্নতমানের যন্ত্রপাতি ও প্রযুক্তি পণ্য ক্রয় করার মাধ্যমে বাণিজ্য ভারসাম্য আনতে পারে বাংলাদেশ।”
এসময় সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ করপোরেশনের বিভাগীয় প্রধানরা, যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক অফিসার ডি. রিচার্ড রাসমুসেন, পলিটিকাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে ট্রেসি অ্যান জ্যাকবসনকে সাথে নিয়ে নগরীর বাদশাহ মিয়া চৌধুরী সড়কে চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেন মেয়র।