Published : 05 May 2025, 07:51 PM
চট্টগ্রামে ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে ‘কামানের গোলা’ সদৃশ কয়েকটি বস্তু পাওয়া গেছে।
পুলিশ বলছে, সেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা স্বাধীনতা যুদ্ধের সময়ের অবিস্ফোরিত কামানের গোলা হতে পারে। পরীক্ষা-নিরীক্ষার জন্য সেনাবাহিনীকে বলা হয়েছে।
সোমবার নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট সড়কের রাবেয়া ওয়ার্কশপ সংলগ্ন সরকার পুকুর পাড় এলাকা থেকে সেগুলো পাওয়ার কথা জানান সদরঘাট থানার ওসি আবদুর রহিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শ্রমিকরা ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে এগুলো পেয়েছে। তবে এগুলো বোমা নাকি অন্য কিছু সে ব্যাপারে বিশেষজ্ঞ মতামত প্রয়োজন।
“জিনিসগুলো অনেক পুরনো ও জং ধরা। সেনাবাহিনীকে বলা হয়েছে। তাদের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা এসে সেগুলো পরীক্ষা করে দেখবে।”