আইপিএল
Published : 05 May 2025, 07:18 PM
আইপিএলের মেগা নিলামে যার নাম উঠানোই হয়নি, সেই উর্ভিল প্যাটেলকে দলে যোগ করেছে চেন্নাই সুপার কিংস। কিপার-ব্যাটসম্যান ভানশ বেদির বদলি হিসেবে গুজরাটের এই ক্রিকেটারকে নিয়েছে টুর্নামেন্টের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা।
২৬ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান উর্ভিলকে ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে নেওয়ার কথা সোমবার নিশ্চিত করেছে চেন্নাই।
গত নভেম্বরের নিলাম থেকে বেদিকে ৫৫ লাখ রুপিতে দলে টানে চেন্নাই। কিন্তু আসরে কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। বাঁ হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় মাঠে নামার আগেই আইপিএল শেষ হয়ে গেছে ২২ বছর বয়সী এই ক্রিকেটারের।
সেটাই সৌভাগ্য হয়ে এসেছে উর্ভিলের জন্য। নিলামে ‘আনক্যাপড’ উইকেটরক্ষকদের তালিকায় থাকলেও তার নাম উঠানো হয়নি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এখনও কোনো ম্যাচ না খেলা উর্ভিল ২০২৩ সালে গুজরাট টাইটান্সে ছিলেন। পরের বছর তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
নিলামের পরের মাসেই ব্যাট হাতে একের পর এক দারুণ সব ইনিংস উপহার দিতে থাকেন উর্ভিল। স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে গড়েন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ত্রিপুরার বিপক্ষে গুজরাটের জার্সিতে ৩৫ বলে ১১৩ রানের ইনিংস খেলার পথে ২৮ বলে সেঞ্চুরি স্পর্শ করেন উর্ভিল। ভেঙে দেন ২০১৮ সালের জানুয়ারিতে এই টুর্নামেন্টেই রিশাভ পান্তের করা ৩২ বলে সেঞ্চুরির রেকর্ড।
উর্ভিলের ২৮ বলের ওই সেঞ্চুরি স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম। ইনিংসটি খেলার এক ম্যাচ পর আরেকটি শতক উপহার দেন তিনি। উত্তারাখান্ডের বিপক্ষে ৪১ বলে ১১৫ রানের ইনিংস খেলেন গুজরাটের ওপেনার।
প্রতিযোগিতাটির সবশেষ আসরে ৬ ম্যাচে ২২৯.৯২ স্ট্রাইক রেটে ৩১৫ রান করেন উর্ভিল। আসরে তার ২৯ ছক্কার চেয়ে বেশি মারতে পারেননি আর কেউ। রাজাত পাতিদার ১০ ম্যাচ খেলে হাঁকান ২৭ ছক্কা।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৭ ম্যাচ খেলা উর্ভিলের রান এক হাজার ১৬২। স্ট্রাইক রেট ১৭০.৩৮ ও গড় ২৬.৪০। দুই সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ৪টি।
উর্ভিল পরে আলো ছড়ান রাঞ্জি ট্রফিতেও। ফেব্রুয়ারিতে সৌরাষ্ট্রের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ১৯৭ বলে ১৪০ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তিনি।
নিলামের পর থেকে ব্যাট হাতে যে পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছিলেন উর্ভিল, তাতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে পড়া অনুমিতই ছিল। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় কনুইয়ের চোটে ছিটকে গেলে আয়ুশ মাত্রের সঙ্গে উর্ভিলকেও ক্যাম্পে ডাকে চেন্নাই।
চেন্নাইয়ে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এরই মধ্যে আইপিএলে সুযোগ পেয়েছেন ১৭ বছর বয়সী আয়ুশ।
এবারের আইপিএলটা যাচ্ছেতাই কেটেছে চেন্নাইয়ের। সবার আগে টুর্নামেন্টের প্লে-অফে খেলার দৌড় থেকে ছিটকে গেছে তারা। ১১ ম্যাচের দুটিতে জয়ী দলটি আছে পয়েন্ট টেবিলের তলানিতে।
আসরে আর তিনটি ম্যাচ বাকি আছে চেন্নাইয়ের। পরের লড়াই আগামী বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।