আইপিএল
Published : 04 May 2025, 08:38 PM
আইপিএলে ইতিহাস গড়লেন রিয়ান পারাগ। বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডের এমন এক পাতায় নাম লেখালেন রাজস্থান রয়্যালসের মিডল অর্ডার ব্যাটসম্যান, যেখানে এর আগে পা পড়েনি আর কারো।
ইডেন গার্ডেন্সে রোববার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রান তাড়ায় ব্যাট হাতে ঝড় তোলেন পারাগ। দুই ওভার মিলিয়ে টানা ৬টি ছক্কা মারেন তিনি।
আইপিএলের ইতিহাসে টানা ৬ বলে ছক্কা মারা প্রথম ব্যাটসম্যান পারাগ। পরপর পাঁচটি ছক্কা মারার কীর্তি আছে চার জনের।
এদিন চারে নেমে ৮ ছক্কা ও ৬ চারে ৪৫ বলে ৯৫ রান করেন পারাগ। এই ইনিংসের পথে ত্রয়োদশ ওভারে মইন আলির ওপর তাণ্ডব চালান তিনি।
ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে পারাগকে স্ট্রাইক দেন শিমরন হেটমায়ার। পরের বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে ২৭ বলে ফিফটি স্পর্শ করেন রাজস্থানের ভারপ্রাপ্ত অধিনায়ক পারাগ।
ওভারের তৃতীয় ডেলিভারিতে লং-অন দিয়ে সীমানার বাইরে উড়িয়ে ফেলেন তিনি। পরের দুটি মারেন লেগ সাইড ও লং-অন দিয়ে। টানা চারটি ছক্কা হজমের পর ওয়াইড দেন মইন। ওভারের শেষ বলে এবার লং-অফ দিয়ে ইংলিশ অফ স্পিনারকে ওড়ান পারাগ।
মইনের ওভারটি থেকে আসে ৩২ রান। আইপিএলে এর আগে এক ওভারে পাঁচটি ছক্কা মারতে পেরেছিলেন ক্রিস গেইল, রাহুল তেওয়াতিয়া, রাভিন্দ্রা জাদেজা ও রিঙ্কু সিং।
পারাগের ঝড় শেষ হয়নি তখনও। পরের ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে আবার সতীর্থকে স্ট্রাইক দেন হেটমায়ার। রহস্য স্পিনার ভারুন চক্রবর্তির মুখোমুখি হয়ে প্রথম বলেই ছক্কায় উড়িয়ে রেকর্ডের পাতায় নিজের নাম তোলেন পারাগ।
অষ্টাদশ ওভারে পারাগের টর্নেডো ইনিংস থামে হার্শিত রানার বলে ক্যাচ দিয়ে। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে থেকে আউট হওয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়েন তিনি।
পারাগের বিদায়ের পর শেষ দুই ওভারে ৩৩ রান প্রয়োজন ছিল রাজস্থানের। ১৯তম ওভারে ১১ রান নিতে পারেন জফ্রা আর্চার ও শুভাম দুবে।
শেষ ওভারে ২২ রানের প্রয়োজনে প্রথম দুই বলে আসে ৩ রান। এরপর বৈভাব আরোরাকে টানা ছক্কা, চার ও ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দুবে। কিন্তু শেষ বলে ৩ রানের সমীকরণ আর মেলাতে পারেননি তিনি। আরোরার ইয়র্কারে দৌড়ে দুই রান নিতে গিয়ে রান আউট হন আর্চার। ১ রানের অবিশ্বাস্য এক জয় পায় কলকাতা।