আইপিএল
Published : 03 May 2025, 09:24 PM
ম্যাচের তৃতীয় ওভারের শেষ দুই বলে খলিল আহমেদকে ছক্কায় ওড়ালেন ভিরাট কোহলি। যার প্রথমটিতে দারুণ এক কীর্তি গড়ে ফেললেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে স্বীকৃতি টি-টোয়েন্টিতে একটি দলের হয়ে তিনশ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন ভারতের ব্যাটিং গ্রেট।
এম চেন্নাসোয়ামি স্টেডিয়ামে শনিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এই ইতিহাস গড়েন আইপিএলের শুরু থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা কোহলি। পরে আরও তিনটি ছক্কা মারেন তিনি। বেঙ্গালুরুর জার্সিতে তার ছক্কা এখন ৩০৪টি।
তালিকায় দ্বিতীয় স্থানে বেঙ্গালুরুরই আরেকজন, ক্রিস গেইল। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটসম্যান মেরেছেন ২৬৩ ছক্কা। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে রোহিত শার্মার ছক্কা ২৬২টি।
এদিন ছক্কার আরেকটি রেকর্ডও নিজের করে নেন কোহলি। স্বীকৃত টি-টোয়েন্টিতে একটি ভেন্যুতে সবচেয়ে বেশি ছক্কা এখন তার। বেঙ্গালুরুতে মারলেন ১৫৪ ছক্কা।
এম চেন্নাসোয়ামি স্টেডিয়ামে এতদিন সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি ছিল ক্রিস গেইলের, ১৫১টি। এক ভেন্যুতে দেড়শ ছক্কার কীর্তি নেই আর কারো।
চেন্নাইয়ের বিপক্ষে এদিন ৬২ রানে থামে কোহলির চমৎকার ইনিংসটি। ৩৩ বলের ইনিংসে পাঁচটি করে ছক্কা-চার মারেন তিনি।
চলতি আইপিএলে এনিয়ে টানা চারটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন কোহলি। বেঙ্গালুরুর হয়ে যা যৌথভাবে সর্বোচ্চ। ২০১৬ সালে কোহলিই টানা চারবার পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছিলেন।
আইপিএলে সবচেয়ে বেশি রানের রেকর্ড আগে থেকেই কোহলির। এবার টুর্নামেন্টে একটি দলের বিপক্ষে সবচেয়ে বেশি রানের কীর্তি গড়লেন তিনি। চেন্নাইয়ের বিপক্ষে তার রান এখন ১ হাজার ১৪৬।
এই তালিকায় কোহলি ছাড়িয়ে যান অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে। পাঞ্জাব কিংসের বিপক্ষে ১ হাজার ১৩৪ রান করেছিলেন বাঁহাতি বিস্ফোরক ব্যাটসম্যান।
কোহলির মতো এদিন ব্যাট হাতে ঝড় তোলেন জ্যাকব বেথেলও। ইংলিশ ব্যাটসম্যান করেন ২ ছক্কা ও ৮ চারে ৩৩ বলে ৫৫ রান। তাদের দুইজনের উদ্বোধনী জুটিতে আসে ৯৭ রান।
শেষ দিকে চেন্নাইয়ের বোলারদের ওপর তাণ্ডব চালান রোমারিও শেফার্ড। ৬টি ছক্কা ও ৪টি চারে ১৪ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২১৩ রান করে বেঙ্গালুরু।