Published : 04 May 2025, 12:06 PM
পটুয়াখালী নদী বন্দরের এক কর্মকর্তাকে ‘পূর্ব বাংলা সর্বহারা পার্টির’ পরিচয়ে হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
শনিবার বন্দরের বিআইডব্লিউটিএ ট্রাফিক ইন্সপেক্টর তুষার কান্তি বণিক সাধারণ ডায়েরিটি করেছেন বলে জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ আহম্মেদ।
সাধারণ ডায়েরিতে তুষার কান্তি উল্লেখ করেন, শুক্রবার বিকাল ৪টা ৪৭ মিনিটে তার ব্যবহৃত মোবাইলে একটি কল আসে। অপরপ্রান্ত থেকে এক ব্যক্তি নিজেকে ‘পূর্ব বাংলা সর্বহারা পার্টির পটুয়াখালী জেলা শাখার সেকেন্ড ইন কমান্ড’ বলে পরিচয় দেন। এক পর্যায়ে তিনি ৫ হাজার ৫০০ টাকা চাঁদা দাবি করেন।
তবে টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি তাকে দেখে নেওয়ার হুমকি দেন। একই নম্বর থেকে আরও চারবার কল করে কৌশলে হুমকি-ধমকি ও টাকা দাবি করা হয় বলে উল্লেখ করেছেন তুষার কান্তি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সদর থানায় জিডি করতে গেলে সকাল ৯টা ৫৪ মিনিটের দিকে একই নম্বর থেকে আবারও কল আসে এবং তাকে গালমন্দসহ হুমকি দেওয়া হয়। তখন তিনি থানায় দায়িত্বরত এসআই হাবিবুর রহমানকে কলটি ধরিয়ে দেন।
ওসি মোহাম্মদ ইমতিয়াজ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে বলেন, সাধারণ ডায়েরির পর থানার একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেন ওসি।
দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা দিলীপ চন্দ্র শীল বলেন, “কাগজ হাতে পেয়ে কল লিস্টসহ আনুসাঙ্গিক বিষয়ে আবেদন করা হয়েছে। বিচারকের কাছেও আবেদন করে যথাযথ প্রক্রিয়ায় তদন্ত শুরু করা হবে।”