Published : 03 May 2025, 02:40 PM
গাজীপুর নগরের কোনাবাড়িতে ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে মালামালসহ ছোট-বড় ২০টির মত ঝুট গুদাম ও সুতার কারখানা ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় শনিবার দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
এর আগে বেলা পৌনে ১২টার দিকে কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মোহাম্মদ মামুন বলেন, কোনাবাড়ি ফায়ার স্টেশন বেলা ১১টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায়। ১৫ মিনিটের মধ্যে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। বেলা ১২টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়।
তবে তার আগেই আগুন আশপাশের এলাকায় ছাড়িয়ে পড়ে। ঘটনাস্থলের পাশে ছোট-বড় বিভিন্ন ধরনের অসংখ্য ঝুট গুদাম আছে। বাম পাশে সূতা তৈরির কারখানা ও সূতার বড় একটি গুদাম রয়েছে। এ ছাড়া আশপাশে আরও ছোট-বড় গুদাম, বসতবাড়ি ও মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ছিল।
তিনি বলেন, আগুন এসব প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। নগরের সারাবো মডার্ন ফায়ার সার্ভিস দুটি ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুটিসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর ২টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার আগে ২০টির মত ছোট-বড় গুদাম, সূতার কারখানা ও সুতার গুদাম পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী।
তিনি বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেওয়ায় ওই এলাকার বসতবাড়িসহ অন্য প্রতিষ্ঠানগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে ফায়ার সার্ভিস।
তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।