Published : 02 May 2025, 08:18 PM
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গ্যাস অনুসন্ধানে পরীক্ষামূলক কূপ খনন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড-বাপেক্স।
শুক্রবার সকালে উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামে বাপেক্সের একটি কারিগরি দল এলাকায় এসে ভূতাত্ত্বিক পরীক্ষা-নিরীক্ষা চালায়।
স্থানীয়রা জানান, গত তিনদিন ধরে বাপেক্সের লোকজন এলাকায় অবস্থান করে বিভিন্ন পরীক্ষা চালাচ্ছেন।
শুক্রবার সকালেও তারা প্রায় তিন থেকে চার ঘণ্টা কাজ করেছেন।
মজিবুর রহমান নামে স্থানীয় বাসিন্দা বলেন, “তারা আজ মাটির নিচে পাইপ বসিয়েছে এবং এখান থেকে পলিথিনে করে কিছু মাটির নমুনা নিয়ে গেছে।
“তারা জানিয়েছে, ১০ দিন পর আবার পরীক্ষা করতে আসবে। তারা কী খুঁজে পাবে, তা আমরা জানি না।”
বাপেক্সের বিআরএম প্রকল্প ব্লক-৯ এর প্রকল্প ব্যবস্থাপক মো. ইলিয়াস বলেন, “এখানে আপাতত যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করা হচ্ছে। মূল অনুসন্ধান কাজ জুন মাস থেকে শুরু হবে। এই অনুসন্ধানের সূচনা হয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে, আর মতলব উত্তরে পূর্ণাঙ্গ কাজ শুরু হতে জুলাই-অগাস্ট পর্যন্ত সময় লাগতে পারে।”
তিনি আরো বলেন, “এখানে এখনো কোনো গ্যাসের মজুত না পাওয়া গেলেও অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না।
“চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতে বিশেষজ্ঞরা বলতে পারবেন, কোথায় গ্যাস বা তেলের সম্ভাব্য খনি রয়েছে।”
দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে বাপেক্সের এই কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দশানী এলাকায় সম্ভাব্য খনিজের খোঁজে এই প্রাথমিক কূপ খননের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।