Published : 03 May 2025, 08:53 AM
অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এবং প্রতারণার মামলায় কারাবন্দি সুকেশ চন্দ্রশেখরের ‘প্রেম কাহিনী’ নিয়ে একটি তথ্যচিত্র বানানোর পরিকল্পনা করেছে ভারতের একটি ওটিটি প্ল্যাটফর্ম।
যে তথ্যচিত্রে জ্যাকুলিয়ের বক্তব্য থাকা প্রয়োজন। এরিমধ্যে সেই প্রস্তাব অভিনেত্রীর কাছে গেছে বলে লিখেছে নিউজ ১৮।
দুই ব্যবসায়ীর কাছ থেকে ২১৫ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে সুকেশকে ২০২১ সালে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সুকেশের অর্থ পাচারের তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
তখনই অভিনেত্রী জ্যাকুলিনের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আসে। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি ছবিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।
শ্রীলঙ্কা থেকে এসে ২০০৯ সালে বলিউডে এসে ক্যারিয়ার শুরু করা জ্যাকুলিনকে কয়েক দফায় ডেকে জেরা করেন ইডির গোয়েন্দারা।
প্রথমে অস্বীকার করলেও পরে এই অভিনেত্রী জানিয়েছিলেন, ২০১৭ সাল থেকে সুকেশের সঙ্গে তার পরিচয়। তিহার জেল থেকে সুকেশ যে তার সাথে যোগাযোগ রাখছিলেন, সে কথা তিনি স্বীকার করেন। এও বলেছিলেন যে সুকেশ তার জীবন ‘নরক’ করে তুলেছেন।
এরপরেও গেল বছরের শেষ নাগাদ সেই কারবন্দি নায়িকাকে ভিনদেশের একটি আঙুর বাগান উপহার দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন।
জ্যাকুলিন ও সুকেশকে নিয়ে কোন ওটিটি ফ্ল্যাটফর্ম তথ্যচিত্র বানাতে চাইলে সেই তথ্য প্রকাশ করেনি ভারতের এই সংবাদমাধ্যমটি। তারা চাইছে সুকেশের প্রতারণামূলক কর্মকাণ্ডের পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে তার যোগসূত্রতাও পর্দায় ফুটিয়ে তুলতে। সেখানেই থাকবে জ্যাকুলিন ও সুকেশের প্রেমপর্ব।
ওই প্ল্যাটফর্মের এক কর্মকর্তা বলেন, “সুকেশকে নিয়ে কথার বলার জন্য জ্যাকুলিনই উপযুক্ত ব্যক্তি বলে আমরা মনে করছি।”
তবে জ্যাকুলিন কথা বলবেন কি না, সেটি নিশ্চিত নয়।
তথ্যচিত্রটি নিয়ে নির্মাতা প্রতিষ্ঠান এখন গবেষণা করছে। আগামী বছর নাগাদ এটির নির্মাণ কাজ শুরু হবে।