Published : 03 May 2025, 09:34 PM
হজ যাত্রীদের ব্যাংকিং সেবার জন্য ঢাকার আশকোনায় হজক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ওমর ফারুক খান সম্প্রতি ওই বুথ উদ্বোধন করেন বলে ইসলামী ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছর হজক্যাম্পে বুথ বসিয়ে হজ যাত্রীদের সেবা দিয়ে আসছে ইসলামী ব্যাংক। এ বছর নগদ টাকা বহনের ঝুঁকি এড়াতে চালু করা হয়েছে হজ প্রিপেইড কার্ড। বিদেশি মুদ্রায় সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার অথবা দেড় লাখ টাকা রাখা যাবে এ কার্ডে।
সৌদি আরবের যেকোনো এটিএম বুধ থেকে এই কার্ডের মাধ্যমে সৌদি রিয়াল উত্তোলন ও কেনাকাটা করতে পারবেন হজযাত্রীরা। হজবুথ ছাড়াও ইসলামী ব্যাংকের যেকোনো শাখা-উপশাখা থেকে কার্ড সংগ্রহ করা যাবে।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, আশকোনার বুথে বাংলাদেশি টাকার বিনিময়ে সৌদি রিয়াল, ডেবিট ও খিদমাহ কার্ডে ডলার এন্ডোর্স করা হচ্ছে। হজযাত্রীরা সেখানকার বুথ থেকে নগদ টাকা উত্তোলনের সুবিধাও পাচ্ছেন।
ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান একেএম মাহবুব মোরশেদ, বিজিনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন প্রধান মজনুজ্জামান ও ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশন প্রধান নজরুল ইসলাম বুথ উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।