Published : 04 May 2025, 12:46 PM
কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত সিনেমা ‘প্রিয় সত্যজিৎ’ দেখা যাচ্ছে চরকিতে। হইচইয়ে এসেছে রহস্যঘেরা সিরিজ ‘ভোগ’।
নেটফ্লিক্সে চলছে জার্মান থ্রিলার সিনেমা ‘এক্সটেরিটোরিয়াল’, আর জি ফাইভে ‘কোস্টাও’ সিনেমায় নওয়াজউদ্দিন সিদ্দিকী হাজির হয়েছেন এক সৎ কর্মকর্তার চরিত্রে।
এ সপ্তাহে ওটিটিতে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষার সিনেমা ও সিরিজের খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।
‘প্রিয় সত্যজিৎ’
চরকিতে শুক্রবার থেকে দেখা যাচ্ছে ‘প্রিয় সত্যজিৎ’। তিন সময়ের তিন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে সিনেমার গল্প বুনেছেন নির্মাতা প্রসূন রহমান।
তিন নির্মাতার একজন সত্যজিৎ রায়, যিনি উপস্থিত না থেকেও সিনেমায় বিরাজমান। আর অন্য দুজন পরবর্তী দুই প্রজন্মের প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদ ও নবীন নির্মাতা অপরাজিতা। তাদের চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল এবং মৌটুসী বিশ্বাস।
রুবেল ও মৌটুসী ছাড়াও অভিনয় করেছেন সাঈদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, পংকজ মজুমদারসহ অনেকে।
‘ভোগ'
অভীক সরকারের কাহিনী অবলম্বনে পরমব্রত চট্টোপাধ্যায় নির্মাণ করেছেন অতিপ্রাকৃত ওয়েব সিরিজ ‘ভোগ’।
অতীন নামের এক ব্যক্তি একটি মূর্তি কেনার পর স্বপ্নে আদেশ পান, পূজা করতে হবে সেই দেবীমূর্তিকে।অতিমাত্রায় দেবীভক্তির কারণে এক সময়ে অতীন ও তার স্বজনদের জীবনে নেমে আসে বিপদ।
সিরেইজে অভিনয় করেছেন অনির্বাণ চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, রজতাভ দত্ত, শুভাশিস মুখোপাধ্যায়সহ অনেকে।
‘এক্সটেরিটোরিয়াল'
নেটফ্লিক্স দেখাচ্ছে জার্মান সিনেমা ‘এক্সটেরিটোরিয়াল'। ছেলের সন্ধানে এক মায়ের সংগ্রামের গল্প উঠে এসেছে সিনেমায়।
সিনেমায় দেখানো হয়েছে সারাহ নামের এক নারী কাজ করতেন একটি বিশেষ বাহিনীতে। একটা সময়ে ওই কাজ ছেড়ে নতুন কাজের সন্ধানে তিনি যেতে চান যুক্তরাষ্ট্রে। ভিসার জন্য কনস্যুলেট অফিসে যাওয়ার পর হঠাৎ তার ছেলে নিখোঁজ হয়। পরে জানা যায়, অপহরণ করা হয়েছে তার ছেলেকে। সন্তানকে উদ্ধারে শুরু হয় এক মায়ের অভিযান।
সিনেমায় অভিনয় করেছেন জিন গোসৌদ, ডগ্রে স্কট, লেরা আবোভা। পরিচালনা করেছেন পরিচালক ক্রিশ্চিয়ান জুবার্ট।
‘কোস্টাও'
জি ফাইভে চলছে হিন্দি সিনেমা ‘কোস্টাও'।
কোস্টাও ফার্নান্দেজ নামের এক ব্যক্তিকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমার গল্প, যিনি একজন সৎ ও সাহসী কাস্টমস অফিসার।
বড় একটি সোনা চোরাচালানের পরিকল্পনা জেনে ফেলে অভিযানে গিয়ে দুর্ঘটনায় পড়েন কোস্টাও। দুর্ঘটনাবশত এক রাজনৈতিক নেতার ভাইয়ের মৃত্যু হয় তার হাতে। কোস্টাওয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তার বিভাগ। এরপর শুরু হয় পুরো সিস্টেমের বিরুদ্ধে এক সৎ মানুষের লড়াই।
সেজাল শাহর পরিচালনায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, প্রিয়া বাপাট, কিশোর কুমার, শ্যাম সুন্দরসহ অনেকে।