আইপিএল
Published : 04 May 2025, 04:59 PM
সাদা বলের ক্রিকেটে গত কয়েক মাসে দুর্দান্ত ব্যাটিংয়ে আলোড়ন তোলা মিচেল ওয়েন এবার ডাক পেলেন আইপিএলে। অস্ট্রেলিয়ান বিধ্বংসী ব্যাটসম্যানকে দলে যোগ করেছে পাঞ্জাব কিংস।
স্বদেশী গ্লেন ম্যাক্সওয়েলের চোটে আইপিএলের দরজা খুলল ওয়েনের জন্য। আঙুলে চিড় ধরা পড়ায় আসরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ম্যাক্সওয়েল। তার বদলি হিসেবে ২৩ বছর বয়সী ওয়েনকে নিল পাঞ্জাব।
এখনই ওয়েনকে পাচ্ছে না পাঞ্জাব। আপাতত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশাওয়ার জালমির হয়ে খেলছেন তিনি। ওই টুর্নামেন্টে পেশাওয়ারের যাত্রা শেষে পাঞ্জাবে যোগ দেবেন ডানহাতি ব্যাটসম্যান।
পিএসএলের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে আছে পেশাওয়ার। প্রাথমিক পর্বে এখনও তিনটি ম্যাচ আছে দলটি। সবশেষটি আগামী শুক্রবার। তাই প্লে-অফে জায়গা করে নেওয়ার এখনও জোর সম্ভাবনা আছে পেশাওয়ারের।
পেশাওয়ার প্লে-অফে উঠলে পাকিস্তানে থাকতে হবে ওয়েনকে। আগামী ১৮ মে মাঠে গড়াবে পিএসএলের শিরোপা নির্ধারণী ম্যাচ। আর এর দুই দিন আগে আইপিএলে শেষ হয়ে যাবে পাঞ্জাবের প্রাথমিক পর্বের ম্যাচ।
পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা পাঞ্জাব প্লে-অফে খেলা নিশ্চিত করতে পারলে, এখন পর্যন্ত ওয়েনের ওই পর্বে খেলার সম্ভাবনাই বেশি।
গত নভেম্বরের আইপিএল মেগা নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ওয়েন। কিন্তু নিলামের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি তার। তবে তার সামর্থ্য সম্পর্কে বেশ ভালোভাবেই জানেন পাঞ্জাবের কোচ রিকি পন্টিং।
বিগ ব্যাশের গত আসর দিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনায় আসেন ওয়েন। হোবার্ট হারিকেন্সের হয়ে ১১ ইনিংসে দুই সেঞ্চুরিতে ৪৫২ রান করেন তিনি ৪৫.২০ গড় ও ২০৩.৬০ স্ট্রাইক রেটে। আসরে তার চেয়ে বেশি রান করতে পারেননি আর কেউ।
প্রাথমিক পর্বে পার্থ স্কর্চার্সের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি উপহার দেন ওয়েন। নিজের সেরাটা মেলে ধরেন তিনি ফাইনালে। সিডনি থান্ডারের বোলারদের তুলাধুনা করে ১১টি ছক্কা ও ৬টি চারে ৪২ বলে খেলেন ১০৮ রানের খুনে ইনিংস। ১৮৩ রানের লক্ষ্য তাড়ায় ৩৫ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতে যায় হোবার্ট।
বিগ ব্যাশে হোবার্টের ‘হেড অব স্ট্রাটেজি’ ছিলেন পন্টিং।
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে ওয়েনকে দলে ভেড়ায় পার্ল রয়্যালস। কিন্তু তেমন কিছু করতে পারেননি তিনি। ৩ ম্যাচে করেন কেবল ১৪ রান।
পিএসএলের চলতি আসরে দক্ষিণ আফ্রিকার কর্বিন বশের বদলি হিসেবে ওয়েনকে দলে টানে পেশাওয়ার। সেখানেও নিজেকে মেলে ধরতে পারছেন না তিনি। ৭ ম্যাচে খেলে করতে পারেননি কোনো ফিফটি, সর্বোচ্চ ৩৪। মোট রান করেছেন ১০১।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৪ ম্যাচে ওয়েনের রান ৬৪৬, স্ট্রাইক রেট ১৮৪.৫৭। বল হাতেও অবদান রাখতে পারেন তিনি। ২০ ইনিংসে ওভারপ্রতি ৯.৬৩ করে রান দিয়ে উইকেট নিয়েছেন ১০টি।