Published : 04 May 2025, 10:21 PM
পাঁচ তরুণ নির্মাতার পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, তরুণ নির্মাতাদের উৎসাহ যোগাতে, ভিন্ন ভাবনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হল-আহসান স্মরণ নির্মিত ‘আকাশে’, আবীর ফেরদৌস মুখর পরিচালিত ‘সুব্রত সেনগুপ্ত’, মাহমুদুল হাসান আদনানের ‘দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’, ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’ নির্মাণ করেছেন মাহমুদ হাসান ও ‘শব্দের ভেতর ঘরের’ নির্মাতা ফুয়াদুজ্জামান ফুয়াদ।
প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেছেন, সাধারণত তরুণদের বানানো শর্টফিল্মগুলো চলচ্চিত্র উৎসবকেন্দ্রিক হয়ে থাকে বা নির্দিষ্ট কিছু দর্শকশ্রেণির মধ্যে প্রদর্শন করতে হয়।
“এরপর সেগুলো আর দেখানোর বা দেখার উপায় থাকে না।”
সিনেমাগুলো যেন সবাই দেখার সুযোগ পায় তাই চরকি এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন রনি।
আহসান স্মরণের ‘আকাশে’
‘আকাশে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি কমেডি ও ড্রামা ঘরানার। এই সিনেমার কাহিনী এগিয়েছে নুরুদ্দীন নামের এক তরুণের মহাকাশ ভ্রমণে যাওয়ার স্বপ্ন নিয়ে।
পরিচালক স্মরণ বলেন, "আমার ফিল্ম ‘আকাশে’ চরকিতে মুক্তি পেয়েছে, এর চেয়ে আনন্দের আর কোনো সংবাদ আমার কাছে নেই। চরকির এই উদ্যোগকে সম্মান জানাই।”
চরকির এই উদ্যোগ তার মত নতুন চলচ্চিত্র পরিচালককে বড় কাজের অনুপ্রেরণা দেবে বলে মনে করেন স্মরণ।
তারেক মাসুদের চিত্রনাট্যে 'সুব্রত সেনগুপ্ত'
'সুব্রত সেনগুপ্ত' চলচ্চিত্রটি নির্মিত হয়েছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের চিত্রনাট্য অবলম্বনে।
সিনেমাটি বানিয়েছেন আবীর ফেরদৌস মুখর।
তিনি বলেন, "আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টে কাজ করার। সেখানেই প্রথম এই চিত্রনাট্যের সঙ্গে পরিচয়। ক্যাথরিন মাসুদের অনুমতিতে আমরা এই কাজ শুরু করি। মূল চিত্রনাট্যের আবহ বজায় রেখে আমরা আমাদের ভাবনা যোগ করেছি।”
নব্বইয়ের দশকের শেষের দিকে পরিবার, সমাজ, প্রেম, ধর্ম, রাজনীতির মত বিষয়গুলো কীভাবে ‘সুব্রত সেনগুপ্ত’ নামের এক ব্যক্তির জীবনকে প্রভাবিত করেছিল, তা উঠে এসেছে সিনেমায়।
আদনানের 'দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’
ড্রামা ঘরানার শর্টফিল্ম ‘দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’; নির্মাণ করেছেন মাহমুদুল হাসান আদনান।
তিনি বলেন, "সিনেমাটি বানানোর প্রায় তিন বছর পর চরকির মাধ্যমে সবার কাছে এটি পৌঁছাতে যাচ্ছে এটা আনন্দের।"
ভুল ও বিশ্বাসঘাতকতার গল্পে ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’
অনাকাঙ্ক্ষিত ভুল ও বিশ্বাসঘাতকতার জেরে বিভা নামে এক নারীর ব্যক্তি, পরিবারিক ও সামাজিক জীবনে নেমে আসে নির্মম বাস্তবতা। সেখান থেকে ফের ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে বানানো হয়েছে ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’।
এই সিনেমাটি বানিয়েছেন মাহমুদ হাসান। ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’ সিনেমাটিকে নিজের প্রথম সন্তানের সঙ্গে তুলনা করেছেন হাসান।
তিনি বলেন, "দর্শকের সামনে আমার প্রথম সন্তানের মুখ দেখানোর দায়িত্ব চরকিকে দিতে পেরে আমি বেশ নিশ্চিন্ত বোধ করছি।"
স্বপ্ন–বাস্তবতার লড়াইয়ে ‘শব্দের ভেতর ঘর’
‘শব্দের ভেতর ঘর’ সিনেমাটি নির্মাণ করেছেন ফুয়াদুজ্জামান ফুয়াদ। বন্ধুত্ব ও স্বপ্ন–বাস্তবতার বিষয় নিয়ে চিত্রনাট্য তৈরি হয়েছে। সিনেমায় দেখানো হয়েছে উপকূলীয় অঞ্চলে বসবাসকারীদের বেঁচে থাকার সংগ্রাম।
ফুয়াদ বলেন, "আমাদের এই জার্নি মূলত উপকূলীয় অঞ্চলের, যেখানে আমরা বলতে চেয়েছি, যে সমুদ্র আমাদের জীবন বাঁচায়, সেই সমুদ্র আমাদের জীবন গ্রাস করে। আমাদের সিনেমা চরকিতে রিলিজ হয়েছে এবং আমার কাছে মনে হয় চরকি বাংলাদেশে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নতুন এক যাত্রা শুরু করতে যাচ্ছে।“