Published : 03 May 2025, 05:50 PM
সংগীতশিল্পী বেলাল খান ও জাকিয়া সুলতানা কর্ণিয়ার কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘তুমি ছাড়া নেই আলো’।
শুক্রবার বেলাল খানের ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে গানটি।
‘তুমি ছাড়া নেই আলো’ গানের কথা লিখেছেন সহদেব সাহা। সুর করেছেন বেলাল খান নিজেই এবং সংগীত আয়োজন করেছেন এমএমপি রনি। গিটারে ছিলেন রাজীব ঘোষ।
গানের ভিডিওতে মডেল হয়েছেন বেলাল ও কর্ণিয়া। গানের ভিডিও চিত্রায়ন ও পরিচালনায় ছিলেন চন্দন রায় চৌধুরী। ক্যামেরায় ছিলেন মুজাহিদ মাহাদি এবং গ্রাফিক ডিজাইনে কাজ করেন সাজল রায়। কক্সবাজারে হয় গানের দৃশ্যধারণ।
গানটি নিয়ে ফেইসবুকে এক ভিডিও বার্তায় বেলাল খান বলেন, "রোমান্টিক ধাঁচের গান ‘তুমি ছাড়া নেই আলো’। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল কর্ণিয়াকে নিয়ে ডুয়েট করার। গানটি আমার প্রথম দিকের গানের মত অনেকটা।
“গানের রেকর্ডিং থেকে দৃশ্যধারণ- পুরোটা সময় আমরা খুব উপভোগ করেছি। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে চমৎকার মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।"
কর্ণিয়া বলেন, "বেলাল ভাইয়ের গানগুলো বরাবরই স্পেশাল হয়। এবারের গানটিও তেমনি। উনার সঙ্গে আমার খুব কম গান করা হয়েছে এবং এটিই আমাদের প্রথম মিউজিক ভিডিও। অনেক আনন্দ নিয়ে কাজটি শেষ করেছি। গানটি সবার খুব খুব ভালো লাগবে।"