Published : 03 May 2025, 10:54 PM
চারটি দলের অংশগ্রহণে শুরু হচ্ছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি।
শনিবার থেকে শুরু এ প্রতিযোগিতা চলবে আগামী ১২ মে পর্যন্ত। ফাইনালসহ মোট সাতটি ম্যাচে শেষ হবে এবারের আসর।
এবারের খেলা হবে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে। তারকাদের টুর্নামেন্টটি প্রচার করবে টি-স্পোর্টস।
অংশ নেওয়া দল চারটি হচ্ছে- ‘টাইটানস’, ‘নাইট রাইডার্স’, ‘জেভিকো কিংস’ ও ‘স্বপ্নধরা স্পারটান্স’।
চারটি দলের মেন্টর হিসেবে আছেন পরিচালক মোস্তফা কামাল রাজ, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু ও প্রবীর রায় চৌধুরী।
গত বৃহস্পতিবার রাতে বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন মেহজাবীন চৌধুরী, সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, সালহা খানম নাদিয়া, তৌসিফ মাহবুব, জেফার রহমান, জাকিয়া সুলতানা কর্নিয়া, আরেফিন রুমি, দীপা খন্দকার, তাসনিয়া ফারিণ, পার্থ শেখ, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, রাশেদ সীমান্ত, সাজ্জাদ খান সান, সারিকা সাবরিন, আইরিন সুলতানা।
আরও ছিলেন তানহা তাসনিয়া, রুকাইয়া জাহান চমক, শ্যামল মাওলা, কন্টেন্ট ক্রিয়েটর বাপ-কা-বেটা এবং মাশরুর ইনানসহ (কিটো ভাই) বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিসিটির আয়োজক মো. রেজউল আহসান সিকদার বলেন, এর উদ্দেশ্য শুধু একটি সুন্দর ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং সমাজের মধ্যে একতা, স্বাস্থ্যকর জীবনধারা এবং মানুষের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা।
এর আগে ২০২৩ সালে বিবাদে জড়িয়ে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল 'সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)'।
আরও পড়ুন
তারকাদের ক্রিকেট লিগে মারামারি
অব্যবস্থাপনার রেশ তবুও কাটেনি তারকা ক্রিকেট লিগে
তারকা ক্রিকেট লিগে মারামারির ঘটনায় মামলা, ভিডিও দেখে শনাক্ত কয়েকজন