“নির্মাতা মোস্তফা কামাল রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলারও হুমকি দেন,” বলেন দীপন।
Published : 25 Oct 2023, 12:28 PM
ঢাকার মিরপুরে সেলিব্রেটি ক্রিকেট লিগের এক ম্যাচের পর মারামারি ঘটনা ঘটেছে, এতে কয়েকজন আহত হয়েছেন।
নির্মাতা দীপংকর দীপন ও মোস্তফা কামাল রাজের দলের ম্যাচ শেষে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে আহতরা জানিয়েছেন।
রাত ১০টায় আয়োজিত খেলায় মোস্তফা কামালের দলের কাছে অল্প রানে হেরে যায় দীপংকরের দল। ম্যাচ শেষে ‘পরস্পরবিরোধী মন্তব্যের জেরে’ ঘণ্টা দেড়েক পর উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে খেলোয়াড়রা মারামারিতে জড়িয়ে পড়েন। এতে শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ আহত হন। রাতেই তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
আহত তরুণ অভিনেত্রী রাজ রিপা বলেন, “শুরু থেকেই এই খেলায় বিশৃঙ্খলা হচ্ছে, আয়োজকরা ব্যবস্থা নেয়নি।”
নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ করে এ ঘটনার বিচারও দাবি করেন তিনি।
দীপংকর দীপনের দলের খেলোয়ার জয় চৌধুরী বলেন, “নির্মাতা মোস্তফা কামাল রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলারও হুমকি দেন।”
তবে বিষয়টি নিয়ে মোস্তফা কামাল রাজ ও শরীফুল রাজের মোবাইলে ফোন করলে তারা ফোন ধরেননি।
দীপংকরের দলে খেলা নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুল বলেন, “এটা ছিল সেলিব্রেটি লীগ। অথচ আমরা এমন অনেককে দেখেছি, যাদেরকে চিনি না। বাইরে থেকে সন্ত্রাসী নিয়ে আসা হয়েছে। এটা সেলিব্রেটি লীগ আর থাকেনি।”
মারামারি ও হট্টগোলের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য ও ব্যাখ্যা দেওয়ার কথা জানান নির্মাতা দীপংকর দীপন। তবে এ নিয়ে আয়োজকদের কেউ মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি সুরাহার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা।
শুক্রবার রাতে টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল। নির্ধারিত ছয় ওভারে ১১৯ রান সংগ্রহ করে তারা। অপরদিকে দীপনের দল শেষ পর্যন্ত সাত রানে হেরে যায়। ছয় ওভারে তারা ১১২ রান সংগ্রহ করেন।
দেশের বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে বৃহস্পতিবার এই লীগ শুরু হয়। উৎসাহ নিয়ে অনুশীলন করতেও দেখা যায় খেলোয়াড়দের। আটটি দলের প্রতিটিতে নারী-পুরুষ তারকারা রয়েছেন। দলগুলোর অধিনায়ক হিসেবে রয়েছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।
২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর ১৬টি ম্যাচ হওয়ার কথা। কিন্তু মারামারি কারণে শনিবার রাতের ফাইনাল ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)