করণ একবেলা খেয়েছেন দীর্ঘদিন।
Published : 20 Apr 2025, 05:48 PM
ভারতের হিন্দি সিনেমার পরিচালক-প্রযোজক করণ জোহর কিছুদিন ধরে মানুষের নজরে এসেছেন আর কৃশকায় শরীরের জন্য।
বছরখানেক ধরে তাকে যেভাবে পাওয়া গেছে, তাতে মানুষের মনে প্রশ্ন জেগেছে এই পরিচালকের ওজন এতটা হ্রাস পাওয়ার কারণ কী?
বেশিরভাগ মানুষই নিজের মত করে ধরে নিয়েছে ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার পরিচালক বুঝি কোনো অসুখে ভুগছেন অথবা ওষুধ খেয়ে রোগা হচ্ছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, অবশেষে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন করণ। তার ভাষ্য, পরিশ্রম করে ‘ঘাম ঝরিয়ে মেদ কমিয়েছেন’ তিনি।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘কেশরি চ্যাপ্টর ২’ সিনেমার প্রচার অনুষ্ঠানে সোশাল মিডিয়ায় লাইভে এসে করণ এ ব্যাপারে প্রশ্নের মুখোমুখি হয়েছেন। সেখানে তিনি এও বলেছেন, ওজন কমাতে কোনো ওষুধের শরণাপন্ন তিনি হননি।
তিনি বলেন, “অনেক পরিশ্রম করেছি। যেমন কানাঘুষো শোনা যাচ্ছিল তেমন কোনো ওষুধও খাইনি।”
পাশাপাশি অনুরাগীরা তার ভগ্ন স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ায় তাদেরও দুঃশ্চিন্তামুক্ত করেছেন।
করণ বলেন, “আমি দারুণ আছি। এর আগে কখনও এত খুশি, এত হালকা অনুভব করিনি। যথাযথ উপায়েই আমি ওজন কমিয়েছি। বলতে গেলে এক বেলা খেয়েছি।”
করণের কথায়, রোজ সকালে লাফিয়ে ওঠেন তিনি, কাজ শুরু করেন নতুন উদ্যমে।