এএইচএফ কাপ হকি
পয়েন্ট ভাগাভাগির পথে ছোটা ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে স্বস্তির জয় তুলে নিয়েছে মামুনুর রশীদের দল।
Published : 20 Apr 2025, 08:02 PM
দুই গোলে এগিয়ে ম্যাচের লাগাম হাতে নিল বাংলাদেশ। তা মুঠো গলে বেরিয়েও গেল দ্রুত। ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের দিকে। শেষ মুহূর্তে সুযোগ কাজে লাগালেন ফজলে রাব্বী। স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারিয়ে এএফএফ কাপ হকিতে গ্রুপের শীর্ষে উঠল বাংলাদেশ।
জাকার্তায় রোববার ইন্দোনেশিয়ার বিপক্ষে ৩-২ গোলে জিতেছে বাংলাদেশ। কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে আসর শুরু করা মামুনুর রশীদের দল দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পুল ‘বি’তে আছে শীর্ষে।
ম্যাচের আগে স্বাগতিক ইন্দোনেশিয়া ও তাদের বর্তমান কোচ গোবিনাথান ইনামকে নিয়ে দুর্ভাবনা প্রকাশ করেছিল বাংলাদেশ। কেননা, গোবিনাথান একটা সময় ছিলেন বাংলাদেশের কোচ, মিমো-সবুজদের নিয়ে তার জানাশোনা আছে বেশ।
চেনা টার্ফে আত্মবিশ্বাসী শুরুও করে ইন্দোনেশিয়া। পোস্ট আগলে রেখে সুযোগ পেলেই উপরে উঠতে থাকে দলটি। তাতে প্রতিপক্ষের বক্সে একচ্ছত্র আধিপত্য করতে পারছিল না বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে আশরাফুল-রাকিবুলরা সার্কেলের ভেতরে-বাইরে তাই কার্যকরী হয়ে উঠতে পারেননি।
দ্বিতীয় কোয়ার্টারে ইন্দোনেশিয়ার সার্কেলে চাপ বাড়ায় বাংলাদেশ। ২৫তম মিনিটে পেয়ে যায় গোলের দেখাও। ডান দিক থেকে রাকিবুলের স্কয়ার হিটে ওবায়দুল ইসলাম জয় নিখুঁত ফ্লিকে লক্ষ্যভেদ করেন। এই রেশ থাকতেই পুস্কর খীসা মিমোর পেনাল্টি কর্নারে ড্রাগ ফ্লিকে ব্যবধান দ্বিগুণ করেন সোহানুর রহমান সবুজ।
এই কোয়ার্টারেই শেষ দিকে দূরূহ কোণ থেকে রিভার্স হিটে ব্যবধান কমান ইন্দোনেশিয়ার আলফান্দি।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে গোলমুখ থেকে আলতো হিটে সমতা ফেরান আকমল খায়েরউল্লাহ। এই স্বস্তিটুকু ধরে রেখে ম্যাচের ভাগ্য চতুর্থ কোয়ার্টারে নিয়ে যায় স্বাগতিকরা। সেখানে শেষ দিকে গোলমুখ থেকে সুযোগসন্ধানী হিটে ম্যাচের ভাগ্য গড়ে দেন ফজলে রাব্বী।
পুল ‘বি’-তে নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে থাইল্যান্ড।