ইংলিশ ফুটবল
টানা দ্বিতীয় জয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে ফিরল পেপ গুয়ার্দিওলার দল।
Published : 19 Apr 2025, 10:01 PM
এভারটনের মাঠে নিজেদের সেরা রূপে মেলে ধরতে পারল না ম্যানচেস্টার সিটি। তবে শেষ দিকে আলো ছড়িয়ে কাঙ্ক্ষিত জয় তুলে নিল তারা।
প্রিমিয়ার লিগে শনিবারের ম্যাচটি ২-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল।
লিগে এই নিয়ে টানা দ্বিতীয় জয় পেল সিটি, অপরাজিত রইল টানা পাঁচ ম্যাচ।
৩৩ ম্যাচে ১৭ জয় ও ৭ ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে ম্যানচেস্টার সিটি। পাঁচ নম্বরে নেমে যাওয়া নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ৩২ ম্যাচে ৫৭।
ঢিমেতালে শুরুর পর পঞ্চদশ মিনিটে একটা হাফ-চান্স পায় সিটি, মাথেউস নুনেসের বক্সের বাইরে থেকে নেওয়া শটটি ঠেকাতে অবশ্য তেমন বেগ পেতে হয়নি গোলরক্ষককের।
ধীরে ধীরে পজেশন রাখায় আধিপত্য বাড়াতে থাকে সিটি। কিন্তু আক্রমণে তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারছিল না তারা। ৩১তম মিনিটে বরং ভাগ্যের জোরে বেঁচে যায় দলটি; কর্নারে জেমস তার্কোভস্কির হেড পোস্টে বাধা পায়।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বেশ ভালো কয়েকটি আক্রমণ করে এভারটন। ৬১তম মিনিটে দারুণ সুযোগও পেয়ে যায় তারা, কিন্তু শেষ বাধা এড়াতে পারেননি আব্দুলাই দুকুরে। মালির এই মিডফিল্ডারের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন স্টেফান ওর্টেগা।
৭২তম মিনিটে ওমার মার্মাউশ রক্ষণ ভেঙে ছুটে গিয়ে খুঁজে নেন সাভিনিয়োকে, তরুণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট বিশ্বস্ত হাতে রুখে দেন জর্ডান পিকফোর্ড।
৮৪তম মিনিটে ম্যাচের ডেডলক ভাঙে, ডান দিক থেকে নুনেসের গোলমুখে বাড়ানো বল জটলার মধ্যে টোকায় জালে জড়ান তরুণ মিডফিল্ডার নিকো ও’রাইলি।
আর পাঁচ মিনিট যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বাকি অনিশ্চয়তার ইতি টেনে দেন বদলি মিডফিল্ডার মাতেও কোভাচিচ। ইলকাই গিনদোয়ানের পাস পেয়ে ডান পায়ের শটে গোলটি করেন ক্রোয়াট মিডফিল্ডার।
৩৩ ম্যাচে একাদশ হারের স্বাদ পাওয়া এভারটন ৩৮ পয়েন্ট নিয়ে আছে ১৩ নম্বরে।