Published : 04 May 2025, 11:51 AM
অনেক বছর আগে নিউ ইয়র্কের এক অভিজাত হোটেলে মাঝরাতে যা ঘটেছিল, তাতে জ্ঞান হারানোর দশা হয়েছিল বলিউড তারকা অমিতাভ বচ্চনের। কারণ হোটেল কক্ষের দরজায় পপ সম্রাট মাইকেল জ্যাকসনের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন অমিতাভ।
হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘কৌন বনেগা ক্রোড়পতির’ আসরে জ্যাকসনের সঙ্গে দেখা হওয়ার স্মৃতি তুলে ধরেন অমিতাভ।
অভিনেতা বলেন, “নিউ ইয়র্কে একই হোটেলে আমরা ছিলাম। এক রাতে জ্যাকসন ভুলবশত আমার ঘরে কড়া নাড়েন। দরজা খুলে তাকে দেখেই আমার চেতনা হারানোর দশা! ভুল বুঝে উঠতে তিনি অন্য ঘরে চলে যান।”
তবে এখানেই শেষ নয়। এর পর এক কর্মীকে জ্যাকসন পাঠিয়েছিলেন অমিতাভের ঘরে। পপ সম্রাট ওই কর্মীর কাছে বলে পাঠিয়েছিলেন, যার ঘরে তিনি ভুল করে ঢুকে পড়েছিলেন তার সঙ্গে দেখা করতে চান।
অমিতাভ সেই ডাক পেয়ে জ্যাকসনের ঘরে যান, আর শুরু হয়ে যায় গল্প আর আড্ডা। অমিতাভের কথায়, “আমরা অনেকক্ষণ বসে কথা বলি। আসাধারণ মানুষ। বিন্দুমাত্র অহঙ্কার নেই তার। এবং শিল্পী হিসেবে অতুলনীয়।“
আরেকবার যুক্তরাষ্ট্রে জ্যাকসনের শো দেখতে গিয়েও বিগ বিকে বিড়ম্বনায় পড়তে হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
অমিতাভ বলেছেন, তারা অনেক চেষ্টা করে স্টেডিয়ামের একেবারে পেছনে বসার টিকেট জোগাড় করেছিলেন।
সেই শোয়ের কথা মনে করে আজও রোমাঞ্চিত হন বলে জানিয়েছেন অমিতাভ।
তিনি বলেন, “আমি আজও ভুলতে পারি না। এমন এনার্জি, এমন হাততালি, সত্যিই অভূতপূর্ব।”