Published : 04 May 2025, 02:42 PM
ইয়েমেন থেকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিয়ে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ।
ইসরায়েলের জরুরি পরিষেবা মেগান ডেভিড আদম (এমডিএ) জানায়, রোববারের এ হামলার ঘটনায় ছয়জন আহত হয়েছেন।
আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিতে তারা বেশ কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু সেটি বেন গুরিয়ন বিমানবন্দরের ৩নং টার্মিনাল এলাকায় আঘাত হেনেছে।
এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, “বেন গুরিয়ন বিমানবন্দর এলাকায় একটি আঘাত শনাক্ত হয়েছে।”
কেন তারা এ ক্ষেপণাস্ত্রটিকে আটকাতে ব্যর্থ হল তা নিয়ে তদন্ত শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে ব্যর্থ হল।
ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইটের ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা ধরে বিমানবন্দরটির আকাশপথ বন্ধ থাকার পর ফের খুলে দেওয়া হয়; জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
এক বিবৃতিতে ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, “ফ্লাইট চলাচলের জন্য বেন গুরিয়ন বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে। ফ্লাইটের ওঠানামা স্বাভাবিক অবস্থায় ফিরেছে।”
এক আপডেটে এমডিএ জানায়, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে পঞ্চাশোর্ধ এক ব্যক্তির আঘাত কিছুটা গুরুতর। বাকিরা সামান্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৫৪ ও ৩৮ বছর বয়সী দুই নারী বিস্ফোরণের ধাক্কায় আহত হন।
ঘটনাস্থল থেকে উড়ে আসা এক বস্তুর আঘাতে ৬৪ বছর বয়সী এক ব্যক্তি আহত হন। ২২ ও ৩৪ বছর বয়সী আরও দুই নারী নিরাপদ আশ্রয়ের উদ্দেশে দৌঁড়ে যাওয়ার সময় পড়ে আঘাত পান। আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দে আরও দুইজন মারাত্মক উদ্বিগ্ন হয়ে পড়েন। তাদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। এ হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে প্রথমে জানিয়েছিল এমডিএ।
Surveillance camera footage shows the moment of the Houthi missile impact at Ben Gurion Airport.
The missile struck a grove adjacent to an access road, within the airport's perimeter. pic.twitter.com/AUyQwKrEOy
— Emanuel (Mannie) Fabian (@manniefabian) May 4, 2025