Published : 04 May 2025, 02:58 PM
রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। একইসঙ্গে ঢাকা দক্ষিণ সিটির ওই বিজ্ঞপ্তিকে কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ রোববার এ আদেশ দেয়।
স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর ১১টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর লক্ষ্যে গত ২১ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ২৪ এপ্রিল আফতাবনগরে পশুর হাট না বসাতে আইনি নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
নোটিসের জবাব না পেয়ে ৩০ এপ্রিল হাই কোর্টে রিট আবেদন করেন এই আইনজীবী। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার।
আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, “গত বছর এক রিটে আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করেছিল হাই কোর্ট। পাশাপাশি রুল জারি করেছিল আদালত। পরে বিবাদী পক্ষ হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।
“এরপর আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে হাই কোর্টের স্থগিতাদেশ বহাল রাখে। এই অবস্থায় আফতাব নগরে কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেওয়া আদালত অবমাননার শামিল।”