Published : 04 May 2025, 08:35 PM
চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসনে পাহাড়তলী সাগরিকা এলাকায় বাস টার্মিনাল নির্মাণের কথা বলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।
রোববার চসিক কার্যালয়ে আন্তঃজেলা বাস মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সভায় বাস মালিক সমিতির নেতারা বলেন, চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী চলাচল করলেও নগরীতে কোন আন্তঃজেলা বাস টার্মিনাল গড়ে উঠেনি। যার কারণে সড়কে প্রতিদিন যানজটের সৃষ্টি হয়।
সেজন্য তারা পাহাড়তলী এলাকায় বাস টার্মিনাল গড়ে তোলার প্রস্তাব দেন।
এসময় মেয়র শাহাদাত হোসেন নগরবাসীর যানজটের ভোগান্তি নিরসনে সিটি করপোরেশন আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে বলেন, “এ যানজট শুধু নাগরিক দুর্ভোগ বাড়াচ্ছে না, নগরের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব ফেলছে।”
“নগরবাসীর দুর্ভোগ দূর করতে পাহাড়তলীর সাগরিকায় একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করার বিষয়টি বিবেচনায় আছে।”
বিবেচনাধীন টার্মিনালটি আন্তর্জাতিক মানের করার কথা জানিয়ে তিনি বলেন, এ টার্মিনালে আধুনিক অবকাঠামো, যাত্রীদের বিশ্রামের জায়গা, টিকিট কাউন্টার, পার্কিং সুবিধাসহ সব ধরনের নাগরিক সেবা থাকবে।
আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহামদ, নিয়াজ খান, আবুল বাহার চৌধুরী, রুহুল আমিন, মনোয়ার হোসাইন, রিয়াজু আহমেদ, ফখরুল হাসান চৌধুরী, নাজিম উদ্দীন সোহেল, আনোয়ার হোসেন এরশাদ সভায় উপস্থিত ছিলেন।