Published : 04 May 2025, 11:45 PM
বাজারে তারল্য সরবরাহ ঠিক রাখতে চলতি মে মাসের চার দিন বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম হবে। পরের মাস জুনেও চার দিন হবে এ নিলাম।
রোববার কেন্দ্রীয় ব্যাংক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ৩০, ৯০ ও ১৮০ দিন মেয়াদি বিলের ওপর মে মাসের ৭, ১৪, ২১ ও ২৮ তারিখে এবং জুনের ৪, ১১, ১৮ ও ২৫ তারিখে নিলাম অনুষ্ঠিত হবে।
এতে বলা হয়, এ নিলামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বাংলাদেশে বসবাসকারী ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সর্বনিম্ন ১০ লাখ টাকা বা এর গুণিতক অঙ্কের যেকোন অভিহিত মূল্যের বিল কেনার জন্য অংশ নিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাব পরিচালনাকারী যেকোন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিজস্ব বা তাদের ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের পক্ষে অংশ নিতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রতি ১০০ টাকার ‘ফেইস ভ্যালুর’ জন্য ডিসকাউন্টে বিলের প্রস্তাবিত ক্রয়মূল্য তুলে ধরে মোট অভিহিত মূল্য উদ্ধৃত করে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বিড করতে হবে।
সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নিলাম হবে এবং দুপুর আড়াইটায় ফলাফল প্রকাশ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেসব ব্যাংকের কাছে অতিরিক্ত তারল্য রয়েছে তাদের কাছে নিলাম বিক্রি করবে কেন্দ্রীয় ব্যাংক। যেসব ব্যাংকের কাছে অতিরিক্ত তারল্য রয়েছে, তারা বাংলাদেশ ব্যাংকের কাছে সেই টাকা জমা দিয়ে বিল কিনবে।