Published : 03 May 2025, 07:43 PM
চট্টগ্রামে নগরীর একটি খাল থেকে এক ব্যক্তির হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে নগরীর দেওয়ান বাজার এলাকায় লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রুবেল আফ্রাদ।
আনুমানিক ৪০ বছর বয়সী এ ব্যক্তিকে তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি।
পরিদর্শক (তদন্ত) রুবেল আফ্রাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশটি জোয়ারের পানিতে ভেসে দেওয়ান বাজার এলাকায় চলে এসেছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, অচেনা সে ব্যক্তির হাত গামছা দিয়ে বাঁধা ছিল। আবার হাতের সঙ্গে পলিথিন লাগানো ছিল। তবে পলিথিনটি লাগানো ছিল নাকি নালার পানির সঙ্গে ভেসে আসায় লেগেছে সেটা সুরতহালে দেখা যাবে।
“আমাদের ধারণা ওই ব্যক্তিকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে।”