Published : 04 May 2025, 09:34 AM
পয়েন্ট তালিকায় অবস্থান খুব ভালো নয়, তবে একটি জায়গায় লিগের সেরাদের কাতারে নিউ ইয়র্ক রেড বুলস। রক্ষণভাগ তাদের জমাট। প্রথম ১০ ম্যাচে গোল হজম করেছে স্রেফ ৯টি। কিন্তু ইন্টার মায়ামি যদি জ্বলে ওঠে, এমন প্রতিপক্ষও তো অসহায়! সেটিই দেখা গেল মায়ামিতে। চার-চারটি গোল ঢুকল রেড বুলসের জালে। দলের হতাশা কাটানোর ম্যাচে গোলের দেখা পেলেন লিওনেল মেসিও।
মেজর লিগ সকারের ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ইন্টার মায়ামি। ঘরের মাঠে বাংলাদেশ সময় রোববার সকালে শেষ হওয়া ম্যাচে মায়ামির হয়ে গোল করেন ফাফা পিঁকু, মার্চেলো ভাইগান্ট, লুইস সুয়ারেস ও মেসি।
এই ম্যাচের আগে ভ্যানকুভারের কাছে দুই লেগেই হেরে কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে মায়ামি। সেই দুটি ম্যাচের মাঝে মেজর লিগ সকারে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে ডালাসের কাছে। তিন ম্যাচ পর দলটি জয়ে ফিরল।
ছোট্ট একটি হতাশার সময় কাটিয়ে গোলে ফিরলেন মেসিও। আর্জেন্টাইন জাদুকর গোল করলেন চার ম্যাচ পর।
ঠাসা গ্যালারির সামনে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় মায়ামি। ডানপ্রান্ত থেকে ভাইগান্টের ক্রস থেকে বল জালে পাঠান বক্সের ভেতর ফাঁকায় থাকা হাইতির ফরোয়ার্ড পিঁকু।
৩০তম মিনিটে ঠিক উল্টো ছবি। এবার বাঁ প্রান্ত থেকে ক্রস করেন পিঁকু। বক্সের ভেতর খুব কাছ থেকে হেড করেন ভাইগান্ট। তা ঠেকিয়ে দেন রেড বুলসের গোলকিপার। তবে বল তিনি মুঠোয় নিতে পারেননি। ছুটে যাওয়া বলে টোকা দিয়ে গোল করেন ভাইগান্ট।
যদিও অফ সাইডের পতাকা উঠেছিল, তবে ভিএআর দেখে গোলের সঙ্কেত দেন রেফারি।
প্রথমার্ধেই আরও একটি গোল করে মায়ামি। ৩৯তম মিনিটে মাঝমাঠ থেকে মেসি বল বাড়িয়ে দেন ডান প্রান্তে তাদেও আইয়েন্দেকে। তিনি বল নিয়ে বক্সের ভেতর ঢুকে আড়াআড়ি পাস দেন সুয়ারেসকে। এই ফরোয়ার্ড ডান পায়ে সরাসরি শট নেন। তবে তা ফিরে আসে এক ডিফেন্ডারের পায়ে লেগে। ফিরতি বলে বা পাঁয়ে শট নিয়ে জালে পাঠাতে ভুল করেননি সুয়ারেস।
প্রথমার্ধেই একটি গোল ফিরিয়ে দেয় রেড বুলস। ৪৩তম মিনিটে মোহামেদ সোফোর হেড জালে ঢোকার মুহূর্তে আলতো টোকায় বল জালে পাঠান জাঁ-এরিক মাক্মিম চুপো-মোটিং।
দ্বিতীয়ার্ধে কোনো দলই খুব বেশি আক্রমণ করতে পারেনি। এর মধ্যেই ৬৬তম মিনিটে মেসির গোলে পূর্ণতা পায় মায়ামির জয়। তেলাস্কো সেগোভিয়ার সঙ্গে দারুণভাবে ওয়ান-টু খেলে বক্সের ভেতর গায়ে লেগে থাকা ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে বাঁ পায়ের ভলিতে গোল করেন মায়ামি অধিনায়ক।
১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার চারে এখন মায়ামি। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু।