ইংলিশ ফুটবল
Published : 02 May 2025, 06:44 PM
কোচিং ক্যারিয়ারে প্রায় দেড় যুগের বেশি সময় কাটিয়ে দিয়েছেন পেপ গুয়ার্দিওলা। পেয়েছেন অসংখ্য সাফল্য। এখন পর্যন্ত অবসরের কোনো ভাবনা তার নেই। তবে, ‘প্রিয় ঠিকানা’ হয়ে ওঠা ম্যানচেস্টার সিটি ছাড়ার পর ডাগআউটের ব্যস্ততা থেকে ‘বিরতি’ নেওয়ার ইচ্ছা আছে এই স্প্যানিয়ার্ডের।
২০০৭ সালে কোচিংয়ে যাত্রা শুরুর পর গুয়ার্দিওলা সবচেয়ে বেশি সময় ধরে আছেন ম্যানচেস্টার সিটিতে। বার্সেলোনা ‘বি’ দলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করে ক্লাবটির মূল দলে চার বছর ও পরে বায়ার্ন মিউনিখে তিন বছর কাটান তিনি।
প্রতিটি ক্লাবেই গুয়ার্দিওলা সাফল্য পেয়েছেন দু’হাত ভরে। ২০১৬ সালে সিটিতে যোগ দিয়ে ক্লাবটির হয়ে ৯ বছরে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জিতেছেন তিনি।
চলতি মৌসুম অবশ্য মোটেও ভালো যাচ্ছে না ক্লাবটির। অনেক বছর বাদে এবার তাদের কাটতে পারে শিরোপাশূন্য মৌসুম। তবে, এসবে তার ও ক্লাব কর্তাদের মনোভাবে কোনো পরিবর্তন আসেনি। সিটির সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ শেষ হতো চলতি মৌসুমে, গত নভেম্বরে সেটা দুই বছরের জন্য বাড়ানো হয়।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুয়ার্দিওলা বললেন, তার মনে আপাতত অবসরের তেমন কোনো ভাবনা নেই।
“আমি চাই, মানুষ যেভাবে ইচ্ছা আমাকে মনে রাখতে পারে। সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে আমি থামতে চাই। এ ব্যাপারে আমি নিশ্চিত। জানি না, অবসর নিয়ে নেব কি না। তবে আমি বিরতি নেব।”
“সব কোচই জিততে চান, তাতে যেন আমাদের দায়িত্বকাল স্মরণীয় হয়ে থাকে। তবে আমার বিশ্বাস, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও সিটির সমর্থকরা আমার দলের খেলা দেখে আনন্দ পেয়েছে। আমরা স্মরণীয় হয়ে থাকব কি-না, এই ভাবনায় ডুবে থাকা উচিত বলে আমি মনে করি না।”
আলাপকালে পরে যেন দার্শনিক হয়ে ওঠেন ৫৪ বছর বয়সী গুয়ার্দিওলা। জীবনে শেষ পর্যন্ত কোনোকিছুই খুব বড় বিষয় নয় বলে মনে করেন তিনি।
“আমরা মারা গেলে আমাদের পরিবারের মানুষ দুই থেকে তিন দিন কাঁদে এবং তারপর মানিয়ে নেয়…সবাইকে একসময় ভুলে যায়। কোচদের ক্যারিয়ারে ভালো ও খারাপ সময় আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ভালো স্মৃতিগুলো অনেকদিন মানুষ মনে রাখে।”
চলতি মৌসুমে সিটির ব্যর্থতার শুরু গত অক্টোবর-নভেম্বরে। টানা পাঁচ ম্যাচ হারের পথে তারা ছিটকে পড়ে লিগ কাপ থেকে এবং ছন্দহীন পথচলায় পরে শেষ হয়ে যায় তাদের লিগ শিরোপা স্বপ্ন। চ্যাম্পিয়ন্স লিগের নকআউটের প্লে-অফ থেকেও তারা ছিটকে পড়ে।
এফএ কাপে অবশ্য এখনও শিরোপা সম্ভাবনা টিকে আছে দলটির। ফাইনালে উঠেছে তারা। আগামী ১৭ মে শিরোপা লড়াইয়ে তারা খেলবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।
আর প্রিমিয়ার লিগে তাদের মূল লক্ষ্য এখন শীর্ষ পাঁচে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া। ৩৪ ম্যাচ ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে পাঁচ নম্বরে চেলসি।