Published : 03 May 2025, 08:32 AM
ঢাকার কারওয়ান বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে বাইকে থাকা দম্পতি।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে স্টার বেকারীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
৬৫ বছর বয়সী নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ধনুপুর গ্রামের মৃত আব্দুল খালেক কালামিয়ার ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের কালিয়াকৈর এলাকায় নিজ বাড়িতে থাকতেন।
বাইকে থাকা দম্পতি সাইদুল ইসলাম (৩৪) ও সাবিহা বেগম (৩০) আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। আর সাইদুল ইসলাম ও তার স্ত্রী সাবিহা বেগমের চিকিৎসা চলছে।"
পথচারী নাঈম সরকার বলেন, “স্টার বেকারীর বিপরীত পাশে সড়কে বৃদ্ধ লোকটি রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।"
শাহ আলমের ছেলে আলাউদ্দিন বলেন, “গত পরশু গাজীপুর থেকে বাবা গ্রিন রোডে আমার বাসায় বেড়াতে এসেছিল। সন্ধ্যায় খবর পাই বাবা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।"
আহত সাইদুল ইসলাম বলেন, "আমরা স্বামী-স্ত্রী বসুন্ধরায় সিটিতে আসছিলাম। পথে বৃদ্ধ লোকটি রাস্তা পার হচ্ছিল। আমি নিজেও ব্রেক করে আবার চালু করি, তখন লোকটি আবার বাইকের দিকে চলে আসে।
“একপর্যায়ে লোকটি ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে। এতে আমরাও পড়ে গিয়ে আহত হয়েছি।"