ইংলিশ ফুটবল
Published : 01 May 2025, 09:55 PM
চোট কাটিয়ে মাঠে ফেরার পথে বড় এক ধাপ এগিয়েছেন ম্যানচেস্টার সিটির মাঝমাঠের ভরসা রদ্রি। দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন শুরু করেছেন স্প্যানিশ তারকা।
রদ্রির অনুশীলনে ফেরার ভিডিও বৃহস্পতিবার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে বিষয়টি নিশ্চিত করেন ইংলিশ ক্লাবটির কোচ পেপ গুয়ার্দিওলা। রদ্রির সঙ্গে অনুশীলনে ফিরেছেন অ্যাঙ্কেলের চোটে এক মাস ধরে মাঠের বাইরে থাকা সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডও।
গত বছরের সেপ্টেম্বরে আর্সেনালের বিপক্ষে ২-২ সমতায় শেষ হওয়া লিগ ম্যাচে গুরুতর চোট পান রদ্রি। পরে জানা যায়, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে তার। এর জন্য অস্ত্রোপচারও করাতে হয় ব্যালন দ’র জয়ী এই ফুটবলারের।
দুই মাস আগে একক অনুশীলন শুরু করেন রদ্রি। গত মার্চের ১ তারিখ ইংলিশ ক্লাবটি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে। যেখানে ২৮ বছর বয়সী রদ্রিকে কিছু ড্রিল করতে দেখা যায়। এবার শুরু করলেন সতীর্থদের সঙ্গে অনুশীলন।
সিটির জার্সিতে রদ্রির ম্যাচে ফেরার দিনক্ষণ নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি গুয়ার্দিওলা। বিষয়টি পুরোপুরি চিকিৎসকদের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।
“যখন ফিজিও ও চিকিৎসক বলবেন রদ্রি খেলা শুরুর করতে পারে, কেবল তখনই তাকে খেলানো হবে। তবে চিকিৎসকদের আমাকে এটা বলতে হবে। এটা গুরুতর একটি চোট। চিকিৎসকরা বলেছেন, সেরে উঠতে ৯ থেকে ১১ মাসের কম-বেশি সময় লাগে।”
“সে বেশ ভালো অনুভব করছে, প্রতিদিন সেশন ধরে অনুশীলন করছে। কিন্তু আমাদের ধাপে ধাপে এগোতে হবে, যেন উল্টো এক ধাপ পিছিয়ে না যেতে হয় এবং নতুন চোট আঘাত না হানে।”
গত ৩০ মার্চ থেকে মাঠের বাইরে আছেন হলান্ড। এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে অ্যাঙ্কেলে চোট পান তিনি। এরপর গত পাঁচটি লিগ ম্যাচে দলের বাইরে এই ফরোয়ার্ড। খেলতে পারেননি এফএ কাপের সেমি-ফাইনালে নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারানো ম্যাচটি।
ঘরের মাঠে শুক্রবার প্রিমিয়ার লিগের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে সিটি। আসছে লড়াইয়েও হলান্ডের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
লিগে ৩৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শিরোপাধারী সিটি।