চ্যাম্পিয়ন্স লিগ
Published : 01 May 2025, 02:55 AM
দর্শকরা ঠিকমতো নড়েচড়ে বসার আগেই বার্সেলোনার জালে গেল বল। মিনিট বিশেক পর আরেকবার। জোড়া ধাক্কা সামলে পাল্টা দুই গোল করে জবাব দিল বার্সেলোনা। ইন্টার মিলান আরেক দফা এগিয়ে গেলেও ধরে রাখতে পারল না ব্যবধান। রোমাঞ্চকর লড়াই শেষ হলো সমতায়।
বার্সেলোনার মাঠে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগের লড়াই ৩-৩ গোলে ড্র হয়েছে।
মার্কাস থুরাম ইন্টারকে এগিয়ে নেওয়ার পর দুই অর্ধে তাদের অন্য দুই গোল করেন ডেনজেল ডামফ্রিস। বার্সেলোনার জার্সিতে শততম ম্যাচে লামিনে ইয়ামালের দুর্দান্ত গোলের পর প্রথম দফায় স্প্যানিশ দলটিকে সমতায় ফেরান ফেররান তরেস। শেষটি ইন্টার গোলরক্ষক ইয়ান সমেরের আত্মঘাতী, যেখানে বড় অবদান রাফিনিয়ার।
ম্যাচে ৭১ শতাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করে বার্সেলোনা। গোলের জন্য ১৯ শটের ৯টি লক্ষ্যে রাখতে পারে তারা। ইন্টারের ৭ শটের ৩টি লক্ষ্যে ছিল, সবগুলোই খুঁজে পায় ঠিকানা।
ফাইনালে রেয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের শিরোপা জয়ের তিন দিন পরই এই লড়াইয়ে নামে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হেরে এখানে আসা ইন্টার ম্যাচ শুরু হতে না হতেই স্তব্ধ করে দেয় বার্সেলোনা সমর্থকদের।
বক্সে বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি বার্সেলোনা ডিফেন্ডার জুল কুন্দে। সতীর্থের পা হয়ে ডান দিক বল পেয়ে ডামফ্রিস পাস দেন বক্সে। বার্সেলোনার তিন খেলোয়াড়ের সামনে দাঁড়ানো অরক্ষিত থুরাম চমৎকার ব্যাক-হিল ফ্লিকে বল পাঠান জালে।
ঘড়ির কাঁটায় ম্যাচের তখন ৩০ সেকেন্ড! চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সেমি-ফাইনালে দ্রুততম গোল এটি।
নবম মিনিটে ইন্টারের ডিফেন্ডার আলেস্সান্দ্রো বাস্তোনির চ্যালেঞ্জে ইয়ামাল বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে বার্সেলোনা, তবে রেফারির সাড়া মেলেনি। দুই মিনিট পর প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় স্বাগতিকরা। ইয়ামালের পাসে তরেসের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। ২০তম মিনিটে তার আরেকটি শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।
পরের মিনিটে আরও পিছিয়ে পড়ে বার্সেলোনা। কর্নারে এক সতীর্থের হেডে কাছ থেকে দুর্দান্ত ওভারহেড কিকে ব্যবধান দ্বিগুণ করেন ডামফ্রিস।
দুই গোলে পিছিয়ে পড়ার পর একের পর এক আক্রমণ করতে থাকে বার্সেলোনা।
২৪তম মিনিটে চোখধাঁধানো গোলে ব্যবধান কমান ইয়ামাল। ডান দিকে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে কয়েকজন খেলোয়াড়ের মাঝ দিয়ে বাঁ পায়ে শট নেন স্প্যানিশ ফরোয়ার্ড, বল দূরের পোস্টে লেগে জালে জড়ায়, তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষক সমেরের।
সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে গোল করলেন ইয়ামাল (১৭ বছর ২৯১ দিন), ভেঙে দিলেন ২০১৭ সালে পিএসজির হয়ে গড়া কিলিয়ান এমবাপের রেকর্ড (১৮ বছর ১৪০ দিন)।
দুই মিনিট পর ইয়ামাল আরেকটি গোলের দেখা পেয়েই যাচ্ছিলেন প্রায়। ডান দিকে বাইলাইনের কাছে ফেদেরিকো দিমার্কোর বাধা এড়িয়ে শট নেন তিনি, সমেরের হাত ছুঁয়ে বল ক্রসবারে লাগে।
৩০তম মিনিটে দানি ওলমোর জোরাল নিচু শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন সমের। ৩৮তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। পেদ্রির ক্রসে হেডে ছয় গজ বক্সে বল দেন রাফিনিয়া, জালে পাঠাতে ভুল করেননি তরেস।
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ২০ গোলে (১২ গোল ও ৮ অ্যাসিস্ট) অবদান রাখলেন রাফিনিয়া। বার্সেলোনার প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতাটির এক আসরে এই কীর্তি গড়লেন তিনি। ২০১১-১২ মৌসুমে ১৯ গোলে (১৪ গোল, ৫ অ্যাসিস্ট) অবদান রেখেছিলেন ক্লাবটির রেকর্ড স্কোরার লিওনেল মেসি।
৪২তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন কোপা দেল রের ফাইনালে জয়সূচক গোল করা কুন্দে। একই কারণে দ্বিতীয়ার্ধে আর নামেননি ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেস।
দ্বিতীয়ার্ধেও আক্রমণে দাপট দেখায় বার্সেলোনা। তবে খেলার ধারার বিপরীতে ৬৩তম মিনিটে কর্নারে হেডে আবার ইন্টারকে এগিয়ে নেন ডামফ্রিস।
সফরকারীদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৫তম মিনিটে সমেরের আত্মঘাতী গোলে স্কোরলাইন হয়ে যায় ৩-৩। যেখানে পুরো কৃতিত্ব রাফিনিয়ার। বক্সের অনেকটা বাইরে থেকে তার বাঁ পায়ের বুলেট গতির শট ক্রসবারে বাধা পেয়ে সমেরের পিঠে লেগে জালে জড়ায়।
৭৫তম মিনিটে হেনরিখ মাখিতারিয়ান বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। ৭৮তম মিনিটে বক্সের বাইরে থেকে রাফিনিয়ার নিচু ফ্রি কিক ঝাঁপিয়ে ঠেকান সমের।
নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ইয়ামালের একটি শট লাগে ক্রসবারে। যোগ করা সময়ে রাফিনিয়ার প্রচেষ্টা ঠেকিয়ে লড়াইয়ে সমতা রাখেন সমের।
ফাইনালে ওঠার ফয়সালা হবে আগামী মঙ্গলবার, ইন্টারের মাঠে ফিরতি লেগে।