Published : 02 May 2025, 11:56 AM
দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ঐতিহাসিক ও আন্তর্জাতিক পদ্ম লন্ঠন উৎসবে অংশ নিয়েছেন প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি।
গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ দিবস উপলক্ষ্যে প্রতিবছর পালিত এই উৎসবটি এবারও ২৬ ও ২৭ এপ্রিল রাজধানী সিউলসহ দেশব্যাপী উদযাপিত হয়।
বাংলাদেশিদের নেতৃত্বে ছিলেন কোরিয়া-বাংলাদেশ বুদ্ধ সারানা মেডিটেশন সেন্টারের প্রধান অধ্যক্ষ ও ধুতাঙ্গ সাধক ভদন্ত শরণংকর মহাথের। তিনি ডংগুক বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে জোগেসা টেম্পল পর্যন্ত আয়োজিত পদ্ম লন্ঠন শোভাযাত্রায় অংশ নেন।
অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসংঘ ছাড়াও চীন, জাপান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশিদের পক্ষে বিশেষ অতিথি হিসেবে শরণংকর মহাথের অংশ নেন।
প্রতিবছর চন্দ্রপঞ্জিকার চতুর্থ মাসের অষ্টম দিনে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা, যা দক্ষিণ কোরিয়ায় ‘পুচ্চনিম ওশিন নাল’ নামে পরিচিত। সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ রাস্তা, মোড় ও টেম্পল চত্বরে হাজারো পদ্ম লন্ঠন ও আলোকসজ্জা দিয়ে উৎসব উদযাপন করা হয়। কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক ‘হানবোক’ পরে শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ।
উৎসবের অংশ হিসেবে হানমাদাং, পদ্ম লন্ঠন নির্মাণ, সাংস্কৃতিক পরিবেশনা ও ধর্মীয় দেশনার আয়োজন করা হয়, যা সব ধর্ম-বর্ণের মানুষের জন্য উন্মুক্ত ছিল।
আয়োজক সূত্রে জানা গেছে, শুধু সিউলেই এবারের পদ্ম লন্ঠন উৎসবে প্রায় দশ লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।
উৎসবে অংশগ্রহণকারী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়ে শরণংকর মহাথের বলেন, “বুদ্ধের আলোকিত বাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়াই এ উৎসবের মূল উদ্দেশ্য।”