স্প্যানিশ ফুটবল
Published : 02 May 2025, 07:13 PM
আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে প্রথম পছন্দের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার দারুণ সুযোগ বার্সেলোনার সামনে। জুল কুন্দের চোটের পর এই সিদ্ধান্ত নিতে খুব বেশি ভাবার দরকার দেখেন না কোচ হান্সি ফ্লিক।
রেয়াল ভাইয়াদলিদের মাঠে শনিবার খেলবে বার্সেলোনা। ম্যাচটিতে প্রথম পছন্দের কয়েকজনকে বিশ্রাম দেওয়ার কথা জোর দিয়েই ভাবছেন ফ্লিক। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি টেনে আনলেন চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে কুন্দের চোট পাওয়ার কথা।
“আমি মনে করি, ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচটি দেখিয়েছে যে, টানা খেলার চাপে কুন্দে (সামর্থ্যের) শেষ সীমায় পৌঁছে গিয়েছিল। সেই কারণেই সে চোট পেয়েছে। চিকিৎসকদের মতামতের দিকে আমাদের মনোযোগ দিতে হবে এবং দেখতে হবে কার বিশ্রাম প্রয়োজন। সামনে আমাদের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ আছে, এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। অবশ্যই ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে।”
“একাদশ এখনও ঠিক করিনি। আগামীকালকের ম্যাচে অনেক পরিবর্তন আসতে পারে। কোচ হিসেবে আসন্ন ম্যাচগুলো নিয়েও ভাবতে হবে। যদিও আমি বর্তমানে থাকি। আর আগামীকাল আমাদের ম্যাচটা জিততে হবে… আমি এখনও জানি না কী হবে, তবে পরিবর্তন হতে পারে।”
ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর কথা বললেও কাউকে বার্সেলোনায় রেখে যেতে চান না কোচ। ভাইয়াদলিদের মাঠে যাবেন সবাইকে নিয়েই। একটি পরিবর্তনের কথা অবশ্য আগেই বলে দিলেন জার্মান কোচ। চোটের জন্য দীর্ঘদিন বাইরে থাকার পর মাঠে ফিরছেন বার্সেলোনা অধিনায়ক ও গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
“টের স্টেগেন শুরুর একাদশে থাকবে কি না? হ্যাঁ। সে কাল ফিরছে।”
“লা লিগার বাকি ম্যাচগুলোতে টের স্টেগেন খেলবে কি না? না। আমি মনে করি, গোলরক্ষকদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো ভালো। (ভয়চেখ) স্ট্যান্সনির জন্য বিশ্রাম নেওয়া ও রিকভার করা ভালো। অনুশীলনে টের স্টেগেন খুব ভালো করছে, সে এখন খেলতে পারে। ভাইয়াদলিদ ম্যাচের পরের কিছু নিয়ে আমি ভাবছি না, কেবল এই ম্যাচ নিয়েই ভাবছি। এরপর কী হবে, আমি জানি না।”
চোট কাটিয়ে ধীরে ধীরে সেরে উঠছেন আলেহান্দ্রো বাল্দে, মার্ক কাসাদো ও রবের্ত লেভানদোভস্কি। শিগগির তাদের মাঠে দেখার অপেক্ষায় বার্সেলোনা কোচ।
“ওরা কবে ফিরবে, সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। ওরা সঠিক পথেই আছে। তবে আমাদের অপেক্ষা করতে হবে। আজ দলীয় অনুশীলন শুরু করেছে কাসাদো। তবে সে এখনও (ফিটনেস পেতে) কাজ কাজ করছে, অনুশীলন করছে। আমি বলছি না যে, সে অন্যদের চেয়ে এগিয়ে। লেভানদোভস্কিও সেরে উঠছে, বাল্দেও। ওদেরকে হয়তো শেষের দিকে আমাদের প্রয়োজন হবে।”