Published : 03 May 2025, 12:38 AM
দিনাজপুরের বিরল উপজেলার ধর্মযৈন সীমান্ত থেকে বাংলাদেশের দুই কৃষককে আটকের প্রায় সাড়ে ৯ ঘণ্টার মাথায় ফেরত দিয়েছে বিএসএফ; একই সময়ে বিজিবির হাত থেকে ছাড়া পেয়েছেন ভারতের দুই নাগরিক।
শুক্রবার রাতে দুই পক্ষের পতাকা বৈঠকের পর এ চার নাগরিক যার যার দেশে ফেরেন।
বিরলের এনায়েতপুর বিওপির কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া দুই দেশের নাগরিকদের ফেরত দেওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে দুই দেশের নাগরিকদের আটকের ঘটনা ঘটে।
ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম বলেন, সীমান্তে ধান কাটার সময় বিএসএফ বাংলাদেশি মাসুদ (২২) ও এনামুল (৪৬) নামে দুই কৃষককে ধরে নিয়ে যায়।
এ ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন পালটা ভারতীয় দুই নাগরিক অবিনাশ টুডু ও ফিলিপ সরেনকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে।
এরপর থেকে বিজিবি বাংলাদেশি নাগরিকদের ফেরত চেয়ে পতাকা বৈঠকের প্রস্তাব দেয়। সন্ধ্যা ৬টায় পতাকা বৈঠকের পর রাত সাড়ে ৮টার দিকে উভয় দেশের নাগরিকদের আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়।