Published : 03 May 2025, 11:33 AM
অ্যাপলের ‘এয়ারপ্লে’ প্রযুক্তিতে একটি গুরুতর নিরাপত্তাজনিত ত্রুটি বা বাগ শনাক্ত করেছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। তাদের আশঙ্কা, এই ত্রুটির সুযোগ নিয়ে ব্যবহারকারীদের ডিভাইসে ঢুকে যেতে পারে হ্যাকাররা।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, বাগটি কাজে লাগিয়ে দূর থেকে ব্যবহারকারীর আইফোন বা অন্যান্য অ্যাপল ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে পারে সাইবার অপরাধীরা। এমনকি নজরদারিও চালাতে পারে তারা।
বাগটি প্রথম শনাক্ত করে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান অলিগোর গবেষকরা। পরে অ্যাপলের সঙ্গে যৌথভাবে কাজ করে ত্রুটির সমাধান নিশ্চিত করে তারা। এরপরই বিষয়টি প্রকাশ্যে আনে প্রতিষ্ঠানটি।
এরইমধ্যে আইওএস ১৮.৪ আপডেটে সমস্যাটির সমাধান করেছে অ্যাপল। ব্যবহারকারীদের দ্রুত ওই আপডেট ইনস্টল করার পরামর্শ দিয়েছে তারা।
তবে শুধু অ্যাপলের ডিভাইস নয়, এয়ারপ্লে ব্যবহৃত হচ্ছে এমন তৃতীয় পক্ষের স্মার্ট স্পিকার ও গাড়ির সিস্টেমেও এই ত্রুটি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। গবেষকদের মতে, এসব ডিভাইসে আপডেট পৌঁছাতে দীর্ঘ সময় লাগতে পারে, ফলে ব্যবহারকারীরা এখনও ঝুঁকির মধ্যে রয়েছেন।
তারা জানান, শুধু আইফোন নয়, অ্যাপলের কারপ্লে প্রযুক্তি ব্যবহৃত স্মার্ট গাড়ি ও স্পিকারেও এই ত্রুটি থাকতে পারে।
ব্যবহারকারীদের করণীয়:
● আইফোন বা অন্যান্য অ্যাপল ডিভাইসে সর্বশেষ আইওএস ১৮.৪ আপডেটটি দ্রুত ইনস্টল করুন
● অপরিচিত স্পিকার বা গাড়িতে এয়ারপ্লে ব্যবহার থেকে বিরত থাকুন
● স্মার্ট স্পিকার বা কারপ্লে ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্মাতার কাছ থেকে আপডেট এসেছে কি না, তা নিয়মিত খেয়াল রাখুন