Published : 02 May 2025, 04:03 PM
ইলন মাস্কের ব্রেইন-চিপ নির্মাতা কোম্পানি নিউরালিংকের তৈরি একটি ডিভাইসকে ‘ব্রেকথ্রু’ বা বিশেষ উদ্ভাবনের স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।
বৃহস্পতিবার এক্স-এ দেওয়া এক পোস্টে নিউরালিংক লিখেছে, তাদের তৈরি এই ব্রেইন ইমপ্লান্ট গুরুতর স্নায়বিক সমস্যায় আক্রান্ত এমন মানুষদের আবার কথা বলার সক্ষমতা ফিরিয়ে দিতে সাহায্য করতে পারে।
প্রতিষ্ঠানটি বলেছে, ‘অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস’ (এএলএস), স্ট্রোক, মেরুদণ্ডের চোট, সেরিব্রাল পলসি ও মাল্টিপল স্ক্লেরোসিসের মতো রোগে যাদের কথা বলার সামর্থ্য হারিয়ে গেছে, তাদের জন্য এই প্রযুক্তি কার্যকর হতে পারে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এফডিএর ওয়েবসাইট অনুযায়ী, তাদের ‘ব্রেকথ্রু ডিভাইস প্রোগ্রাম’-এর লক্ষ্য হচ্ছে সম্ভাবনাময় চিকিৎসা যন্ত্রপাতিকে দ্রুত উন্নয়ন, অনুমোদন ও বাজারজাত করার জন্য সহায়তা দেওয়া। এই কার্যক্রমের আওতায় থাকা ডিভাইসগুলোর মূল্যায়ন ও অনুমোদনের প্রক্রিয়াও তুলনামূলকভাবে দ্রুত হয়।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধ জানানো হলেও নিউরালিংক বা এফডিএ কোনও পক্ষই সাড়া দেয়নি।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে নিউরালিংক তৃতীয় একজন রোগীর শরীরে পরীক্ষামূলকভাবে ব্রেইন চিপ স্থাপন করে। ওই সময় এক বিবৃতিতে ইলন মাস্ক বলেন, প্রতিষ্ঠানটি ২০২৫ সালের মধ্যে আরও ২০ থেকে ৩০ জন রোগীর শরীরে পরীক্ষামূলকভাবে এই ডিভাইস বসানোর পরিকল্পনা করেছে।