১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
গত বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো এক ব্যক্তির দেহে বসানো হয় নিউরালিংকের ব্রেইন চিপ। পরের অগাস্টে আরো এক ব্যক্তির দেহে চিপ বসিয়েছে কোম্পানিটি।
নিউরালিংক বলেছে, তারা দ্বিতীয় এ সার্জারিতে রোগীর মস্তিষ্কের গভীরে চিপ স্থাপন করবে যাতে আরবাঘের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছিল সেটি এবার এড়ানো যায়।
নিউরালিংকের দাবি, ভবিষ্যতে ব্রেইন চিপ বসানো ব্যক্তিরা ‘বাড়তি সক্ষমতা’ পেতে পারেন।