Published : 01 May 2025, 04:04 PM
প্রধান নির্বাহী হিসেবে ইলন মাস্কের বিকল্প খুঁজতে ‘হেডহান্টিং কোম্পানি’গুলোর সঙ্গে যোগাযোগের যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে টেসলা।
বুধবার মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে লিখেছিল, গত মাস থেকে মাস্কের উত্তরসূরি খুঁজতে শুরু করেছে বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনে চাকরির ওপর মাস্কের মনোযোগ ও টেসলার শেয়ারের দাম কমে যাওয়া নিয়ে হতাশার কারণেই এমনটি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
তবে বৃহস্পতিবার এক বিবৃতিতে টেসলা বলেছে, ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনটি ‘একবারে মিথ্যা’। পাশাপাশি মাস্ক নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, এমন ধরনের প্রতিবেদন ‘সাংবাদিকতার নামে কলঙ্ক’।
এদিকে, টেসলা চেয়ার রবিন ডেনহোম এক্স পোস্টে লিখেছেন, “একটি খবরের প্রতিবেদনে ভুলভাবে দাবি করা হয়েছে কোম্পানিতে নতুন সিইও খোঁজার জন্য বিভিন্ন নিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে টেসলা বোর্ড। এটি সম্পূর্ণ মিথ্যা খবর।”
তিনি আরও বলেছেন, “টেসলা বিষয়ে প্রধান নির্বাহী ইলন মাস্কের রোমাঞ্চকর পরিকল্পনা এগিয়ে নেওয়ার দক্ষতার ওপর অত্যন্ত আত্মবিশ্বাসী বোর্ড।”
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছিল, টেসলা বোর্ড মাস্ককে বলেছে, কোম্পানিটির পেছনে তার আরও সময় দেওয়া দরকার তার এবং এ কথা তাকে প্রকাশ্যে বলতেও হবে।
বোর্ডের এমন প্রস্তাবে মাস্ক পিছু হটেননি বলেও প্রতিবেদনে লিখেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
গত সপ্তাহে কোম্পানিটির আয় নিয়ে এক সম্মেলনে মাস্ক বলেছেন, “টেসলাকে আরও অনেক সময় দেব আমি”। পাশাপাশি নিজের সরকারি দায়িত্বও “ব্যাপকহারে” কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনের কঠোর সমালোচনা করেছেন মাস্ক।
এক্স পোস্টে তিনি লিখেছেন, “ওয়াল স্ট্রিট জার্নাল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে এবং টেসলা পরিচালনা পর্ষদের এমন খবর অস্বীকারের কথাও প্রতিবেদনে বলেনি, যা সাংবাদিকতার নৈতিক দায়িত্বের এক চূড়ান্ত লঙ্ঘন।”
পরে একজন এক্স ব্যবহারকারীর একটি মন্তব্যও পুনরায় প্লাটফর্মটিতে পোস্ট করেছেন মাস্ক, যেখানে পত্রিকাটিকে ‘আবর্জনা’ বলে বর্ণনা করেছেন ওই ব্যবহারকারী।