Published : 30 Apr 2025, 02:40 PM
কুয়েন সিরিজের পরবর্তী প্রজন্মের নতুন ওপেন সোর্স এআই মডেল উন্মোচন করেছে চীনা প্রযুক্তি কোম্পানি আলিবাবা।
মঙ্গলবার ‘কুয়েনথ্রি’ নামের নতুন এ এআই মডেলটি প্রকাশ করে কোম্পানিটি। মডেলটিকে চীনের ক্রমাগত ওপেন সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ক্ষেত্রে আরেকটি অগ্রগতি বলে বর্ণনা করেছেন বিশেষজ্ঞরা।
এক ব্লগ পোস্টে চীনা প্রযুক্তি জায়ান্টটি বলেছে, যুক্তি, নির্দেশনা অনুসরণ, টুল ব্যবহার ও বহুভাষায় কাজ করতে পারবে কুয়েনথ্রি, যা বেশ কয়েকটি শিল্প মানদণ্ডের ক্ষেত্রে ডিপসিকের ‘আর ১’ নামের এআই মডেলের মতো শীর্ষ পর্যায়ের বিভিন্ন মডেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
এলএলএম সিরিজে আটটি ভ্যারিয়েন্ট বা রকম তৈরি করেছে আলিবাবা। এ বিস্তৃত রেঞ্জের কারণে এটি বিভিন্ন আর্কিটেকচার ও আকারের ডিভাইসে প্রয়োগ করা যাবে। এর ফলে, মোবাইল ফোনের মতো ডিভাইসের জন্য ‘কুয়েনথ্রি’ ব্যবহার করে এআই অ্যাপ তৈরির বিষয়টি ডেভেলপারদের জন্য সহজ করবে বলে দাবি আলিবাবার।
কোম্পানিটি বলেছে, কুয়েনথ্রি হচ্ছে আলিবাবার ‘হাইব্রিড রিজনিং মডেল’-এর আত্মপ্রকাশ, যেখানে প্রচলিত বিভিন্ন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম সক্ষমতার সঙ্গে ‘উন্নত ও গতিশীল যুক্তি’কে এক জায়গায় নিয়ে এসেছে।
আলিবাবা বলেছে, “তাদের কুয়েনথ্রি-২৩৫বি-এ২২বি এমওই মডেলটি অন্যান্য অত্যাধুনিক এআই মডেলের চেয়ে কম খরচে তৈরি, যা উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন এআইকে সবার হাতের নাগালে আনতে কোম্পানিটির প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে।”
এ নতুন মডেলটি এরইমধ্যে এআই ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ‘হাগিং ফেইস’ ও গিটহাবের মতো প্ল্যাটফর্মের পাশাপাশি আলিবাবা ক্লাউডের ওয়েব ইন্টারফেইসে ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে পাওয়া যাচ্ছে। আলিবাবার এআই অ্যাসিস্ট্যান্ট কোয়ার্ককেও শক্তি যোগাতে ব্যবহার হচ্ছে কুয়েনথ্রি।
এর আগে ডিপসিকের এআই মডেল ঘোষণার কয়েকদিন পরেই জানুয়ারির শেষ দিকে নিজেদের ‘কুয়েন ২.৫-ম্যাক্স’ নামের এআই মডেল বাজারে এনেছিল চীনা এই ই-কমার্স জায়ান্ট।