আইপিএল
Published : 01 May 2025, 09:06 PM
‘শেষ হইয়াও হইল না শেষ’, মাহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সবার ভাবনাটা যেন এমনই। গত কয়েকটি আইপিএল মৌসুম ধরেই তার বিদায়ের গুঞ্জন উঠছে। কিন্তু সব জল্পনা-কল্পনাকে উড়িয়ে খেলে যাচ্ছেন তিনি এখনও। তবে এবার ৪৩ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যানের থামা উচিত বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শন পোলক।
আন্তর্জাতিক ক্রিকেটকে অনেক আগেই বিদায় বলে দেওয়া ধোনি এখন খেলছেন কেবল আইপিএলে। শুরুর আসর ২০০৮ সাল থেকে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলছেন তিনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে জিতেছেন রেকর্ড পাঁচটি শিরোপা।
গত কয়েক বছর ধরেই চলছে ধোনির অবসর নিয়ে আলোচনা। সবশেষ কয়েকটি আসরকে তার অধ্যায়ের শেষ ধরে নেওয়া হয়। কিন্তু বারবারই তাকে ফেরায় চেন্নাই, ফেরেন তিনি নিজেও। এবারের আসরটিও ব্যতিক্রম নয়।
এবার তো তার খেলা নিয়ে আসর শুরুর আগেই জাগে শঙ্কা। পরে ‘আনক্যাপড ক্রিকেটার’ হিসেবে তাকে ধরে রাখে চেন্নাই। মাঝপথে তাদের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোটে ছিটকে গেলে ধোনির কাঁধে নেতৃত্বভারও দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
কিন্তু এবার একদমই ভালো করতে পারছে না চেন্নাই। ১০ ম্যাচে দুই জয় ও আট হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে তারা। চারটি ম্যাচ বাকি থাকতেই প্লে অফে জায়গা করে নেওয়ার লড়াই থেকে ছিটকে গেছে দলটি।
বিব্রতকর এক অভিজ্ঞতাও হয়েছে চেন্নাইয়ের। আইপিএলে প্রথমবারের মতো ঘরের মাঠ এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে হেরেছে তারা টানা পাঁচ ম্যাচে।
চেন্নাইয়ের এমন ভরাডুবি নিয়ে চর্চা কম হচ্ছে না। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাদের দল সাজানো নিয়ে। সামনের আইপিএলে চেন্নাইয়ের শিবিরে খেলোয়াড় হিসেবে ধোনিকে দেখতে না চাওয়ার কথা বলেছেন অস্ট্রেলিয়ান গ্রেট অ্যাডাম গিলক্রিস্ট।
পাঞ্জাব কিংসের বিপক্ষে বুধবার হারের পর প্লে অফে খেলার আশা শেষ হয়ে যাওয়া চেন্নাইকে নিয়ে কথা বলেন পোলক। ক্রিকবাজের একটি অনুষ্ঠানে তিনি তুলে ধরেন ধোনিকে নিয়ে তার ভাবনা।
“তার অর্জন করার মতো আর কিছু নেই। যে কারো চেয়ে সে বেশি জিতেছে। যে লেগ্যাসি সে রেখে গেছে এবং ফ্র্যাঞ্চাইজিতে তার যে প্রভাব, একারণে সে কী চায়, সেটার ওপর অনেক কিছু নির্ভর করবে। তারা (চেন্নাই) তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবাধ স্বাধীনতা দিয়েছে। চেন্নাইয়ের ভাবনা এমন, ‘আমরা অপেক্ষা করব যতক্ষণ না আপনি সিদ্ধান্ত নেন যে যথেষ্ট হয়েছে।”
“এখানে কি বদল আসবে? আমি জানি না। মালিকরা কি তার সঙ্গে একটু কথা বলবেন? আমরা এতদিন ধরে এটা নিয়ে ভবিষ্যদ্বাণী করার চেষ্টা করেছি এবং এখন মনে হচ্ছে আমরা একই কথা বলেই যাচ্ছি। এর শেষে যেতে পারছি না। তবে হ্যাঁ, আমি খুব অবাক হব যদি সে পরের বছর সেখানে থাকে।”
চেন্নাইয়ের পরের ম্যাচ আগামী শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।