আইপিএল
Published : 30 Apr 2025, 10:57 PM
আইপিএলের গুরুত্বপূর্ণ সময়ে এসে বড় ধরনের এক ধাক্কা খেয়েছে পাঞ্জাব কিংস। টুর্নামেন্টের বাকি অংশে গ্লেন ম্যাক্সওয়েলকে পাওয়া নিয়ে জেগেছে প্রবল শঙ্কা। আঙুলে চোট পেয়েছেন দলটির অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বুধবার টসের সময় ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরা পড়ার কথা নিশ্চিত করেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
“এটা খুবই দুর্ভাগ্যজনক যে, তার আঙুলে চিড় ধরা পড়েছে। সত্যি বলতে, আমরা এখনও বদলি খেলোয়াড় নিয়ে সিদ্ধান্ত নিইনি। দলের মানসিকতায় এবং একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে আমরা বেশ আত্মবিশ্বাসী। আমাদের অনেক খেলোয়াড় আছে যারা ম্যাচ জেতাতে পারে।”
বৃষ্টিতে ভেস্তে যাওয়া কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় এই চোট পান ম্যাক্সওয়েল। পরে অবশ্য সেদিন ব্যাটিং করেন তিনি। ১ চারে ৮ বলে ৭ রান করে ফেরেন।
ফ্র্যাঞ্চাইজিটিতে খেলা ম্যাক্সওয়েলের স্বদেশি মার্কাস স্টয়নিস সতীর্থের চোট নিয়ে সম্প্রচারক জিওস্টারের সঙ্গে কথা বলেন। সেখানে ম্যাক্সওয়েলের আসর শেষ হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেন তিনি।
“দুর্ভাগ্যবশত, ম্যাক্সির আঙুল ভেঙে গেছে। সবশেষ ম্যাচের ঠিক আগে অনুশীলনের সময় তার আঙুল ভেঙে যায়। এতটা খারাপ অবস্থা, শুরুতে সে ভাবেনি। তবে অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। তার স্ক্যান করা হয়েছিল এবং হ্যাঁ, ফল ভালো আসেনি। তাই ম্যাক্সির জন্য দুর্ভাগ্য। আমার মনে হয়, সম্ভবত সে টুর্নামেন্টে আর খেলতে পারবে না।”
আইপিএলের চলতি আসরে একদমই নিষ্প্রভ ম্যাক্সওয়েল। এখন পর্যন্ত সাত ইনিংসে রান করতে পেরেছেন কেবল ৪৮। অফ স্পিনে নিতে পেরেছেন ৪ উইকেট।
১১ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম স্থানে আছে ৯ ম্যাচ খেলা পাঞ্জাব। চেন্নাইয়ের বিপক্ষে জিতলে দ্বিতীয় স্থানে উঠবে দলটি।