Published : 01 May 2025, 08:58 PM
রাশিয়া ও উত্তর কোরিয়া এবার একটি সড়ক সেতু নির্মাণের মধ্য দিয়ে দীর্ঘদিনের বন্ধুত্বে নতুন মাত্রা যোগ করতে চলেছে। দুই দেশের সীমান্তবর্তী তুমেন নদীর ওপর দিয়ে প্রথম এই সেতু তৈরি করা হচ্ছে।
৪ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ (৩ মাইল) এই সেতুটির নির্মাণ কাজ বুধবার (৩০ এপ্রিল) শুরু হয়েছে। দু’দেশের সীমান্ত শহর খাসান এবং রাসনে তুমেন নদীর তীরে কাজ চলতে দেখা গেছে স্যাটেলাইটের ছবিতে।
বিবিসি জানায়, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার একমাত্র স্থলসংযোগ ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ নামক সোভিয়েত যুগের রেলসেতুর কাছেই এই সড়ক সেতুটি বানানো হচ্ছে।
রাশিয়ার কমারসান্ট পত্রিকায় বলা হয়েছে, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে সেতুর নির্মাণকাজ শেষ হবে। সেতুর কাছেই থাকবে একটি সীমান্ত তল্লাশি চৌকি।
উত্তর কোরিয়া সম্প্রতি প্রথমবারের মতো ইউক্রেইন যুদ্ধে লড়তে রাশিয়ায় সেনা পাঠানোর কথা স্বীকার করার পর দুই দেশের মধ্যে এই সেতু নির্মাণ শুরুর খবর এল।
নতুন এই সেতু উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হওয়ার সর্বসাম্প্রতিক লক্ষণ। রাশিয়া ইউক্রেইনে ২০২২ সালে আগ্রাসন শুরুর পর থেকে পিয়ংইয়ং এবং মস্কোর মধ্যে ঘনিষ্ঠতা উত্তরোত্তর বেড়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতবছর উত্তর কোরিয়া সফরে যাওয়ার পর নতুন এই সড়ক সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। সে সময় তিনি উত্তর কোরিয়ার সঙ্গে ‘ব্যাপকভিত্তিক কৌশলগত অংশীদারিত্ব’ চুক্তি সই করেছিলেন।
রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বুধবার সেতুর নির্মাণকাজ উদ্বোধন করার সময় বলেন, “এই সেতু নির্মাণের গুরুত্ব কেবল কারিগরি কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আমাদের বন্ধুত্ব শক্তিশালী করা, সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক গড়া এবং আন্ত-আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর অভিন্ন আকাঙ্খার প্রতীক।”