Published : 01 May 2025, 06:04 PM
অ্যামাজন ও গুগলের মতো ই কর্মাস জায়ান্টদের সঙ্গে প্রতিযোগিতা করতে চ্যাটজিপিটিতে নতুন এআই শপিং টুল জুড়ে দিয়েছে ওপেনএআই। এ এআই টুলের মাধ্যমে এখন অনলাইনে কেনাকাটা করতে পারবেন চ্যাটজিপিটি ব্যবহারকারীরা।
ওপেনএআই বলেছে, ভাইরাল এআই চ্যাটবটের মাধ্যমে “বিভিন্ন পণ্যকে দ্রুত খুঁজে পাওয়া, সেগুলোকে অন্য পণ্যের সঙ্গে তুলনা করা ও কেনার গতি বাড়ানোই” এই আপডেটের লক্ষ্য।
এ টুলের মাধ্যমে চ্যাটজিপিটিকে করা প্রশ্নের উত্তরে পণ্যের ছবি, হালনাগাদ মূল্য ও সরাসরি কেনার লিংকও থাকবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
ওপেনএআই দাবি করেছে, এসব পণ্যের ফলাফল ‘স্বাধীনভাবে বেছে নেওয়া হবে’। কোম্পানিটি জোর দিয়ে বলেছে, এগুলো ‘বিজ্ঞাপন নয়’, বরং এর বদলে ব্যবহারকারীর কেনাকাটার অভিপ্রায়ের ওপর ভিত্তি করে এগুলো বেছে নেবে চ্যাটজিপিটির নতুন এই টুল।
এক ব্লগ পোস্টে ওপেনএআই বলেছে, “চ্যাটজিপিটি যখন বুঝতে পারবে যে এটি ব্যবহারকারীর উদ্দেশ্যের সঙ্গে প্রাসঙ্গিক তখন ভিজুয়াল ক্যারোসলে পণ্যটি দেখানো হবে।”
“ব্যবহারকারীর প্রশ্ন ও অন্যান্য প্রসঙ্গ যেমন আগে সার্চ করা কোনোকিছু বা কাস্টম নির্দেশাবলীর ওপর ভিত্তি তাদের অভিপ্রায় মূল্যায়ন করবে চ্যাটজিপিটি”।
কোন পণ্যগুলো দেখানোর তালিকায় থাকবে তা নির্ধারণের সময় দাম, গ্রাহক রেটিং ও সেসব পণ্যের বিভিন্ন পর্যালোচনার মতো সাধারণ নানা বিষয় বিবেচনা করবে চ্যাটজিপিটি।
পণ্যের আরও নির্দিষ্ট কয়েকটি মানদণ্ডও মূল্যায়ন করবে এআই বটটি। যেমন পণ্যের আকার ও এর আগে নির্দিষ্ট কিছু পণ্যের জন্য ব্যবহারকারীর পছন্দ বা অপছন্দ রয়েছে কি না এমন বিষয়ও।
ওপেনএআই বলেছে, এসব পণ্য বিক্রির জন্য বিভিন্ন কোম্পানির নিরাপত্তা মানও বিবেচনায় আসবে। তবে এক্ষেত্রে ভুলও হতে পারে বলে স্বীকার করেছে তারা।
এ নতুন আপডেটটি চ্যাটজিপিটির সকল ব্যবহারকারীর জন্য আসছে, যা অনলাইন খুচরা বাজারে সম্ভাব্য এক বিরাট পরিবর্তনের চিহ্ন বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
আন্তর্জাতিক বাজার গবেষণা সংস্থা স্ট্যাটিস্টা অনুসারে, বিশ্বব্যাপী ই কমার্স বাজার ২০২৫ সালে ৬ ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্যের হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে লোকজন বেশিরভাগ পণ্য খুঁজবেন অ্যামাজন ও গুগলে।
অনলাইন সার্চের ক্ষেত্রে ওপেনএআই এরইমধ্যে গুগল থেকে বাজার অংশীদারিত্ব দখলে নিয়েছে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান সম্প্রতি বলেছেন, ২০২৫ সালের এপ্রিলে প্রায় ৫০ কোটি ব্যবহারকারী ছুঁয়েছে চ্যাটজিপিটি।
কনসালটেন্সি ফার্ম ‘বেইন’-এর সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, ৮০ শতাংশ গ্রাহক তাদের সার্চের অন্তত ৪০ শতাংশের জন্য এআই জেনারেটেড ফলাফলের ওপর নির্ভর করেন। ফলে এ বছর গুগলের বাজার শেয়ার চলে এসেছে ৯০ শতাংশের নিচে।