Published : 01 May 2025, 11:39 PM
এলআরবি ব্যান্ডের সাবেক ড্রামার রোমেল ‘রোমেল অ্যান্ড ফ্রেন্ডস’ নামের যে দলটি গড়েছেন , সেই দল তাদের নতুন আরেকটি গান নিয়ে এসেছে।
‘মেঘ হয়ে যাই’ শিরোনামের গানটি তারা প্রয়াত ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেছেন।
গানটি শোনা যাচ্ছে গোলাম রহমান রোমেলের ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন রোমেল নিজেই। সুর ও কম্পোজিশন ও করেছেন তিনি। গানের কথা লিখেছেন মেহরুন নাহার মেঘলা। সংগীতায়োজন করেছে 'রোমেল অ্যান্ড ফ্রেন্ডস'।
গানটির রেকর্ডিং হয়েছে 'দ্য পাওয়ারহাউস' স্টুডিওতে। অডিও মিক্সিং ও মাস্টারিং করেছেন জুলিয়াস রাসেল। গানটির ভিডিও পরিচালনা করেছেন রাসেল এবং চিত্রগ্রহণ করেছেন স্বপনিল আচার্য।
বিজ্ঞপ্তিতে নতুন গানটি নিয়ে রোমেল বলেন, “‘মেঘ হয়ে যাই’ গানটি থেকে আশানুরূপ সাড়া পাচ্ছি। ভক্ত শ্রোতারা গানটি খুব পছন্দ করেছেন এবং আমাদের শুভকামনা জানিয়েছেন।”
রোমেল জানিয়েছেন, কোরবানির ঈদে তাদের আরও একটি গান আসছে।
রোজার ঈদে এসেছিল তাদের ‘পাপি’ শিরোনামের একটি গান।
এলআরবি ব্যান্ডের সদস্য হিসেবে আইয়ুব বাচ্চুর গানগুলো ভক্ত-শ্রোতাদের স্মরণ করিয়ে দেওয়ার ‘দায়িত্ববোধ থেকেই’ এই দল তৈরি করেছেন রোমেল।
এর আগে রোমেল বলেছিলেন,"এলআরবি নিয়ে তো এখন আর কিছু হচ্ছে না। বসের (আইয়ুব বাচ্চু) গানগুলো করার জন্যই ব্যান্ডটি তৈরি করেছি। পাশাপাশি নিজেদের নতুন গানও থাকবে।”
‘রোমেল অ্যান্ড ফ্রেন্ডস’ এর সদস্যরা হলেন রোমেল (ভোকাল ও ব্যান্ড লিডার), জুলিয়াস রাসেল (লিড গিটার), অভ্র রনি (রিদম গিটার), কাজী মাসুদুল হাসান (বেইজ গিটার), ফারাবি (ড্রামস অ্যান্ড ম্যানেজমেন্ট)।
আরও পড়ুন:
ব্যান্ড গড়েছেন এলআরবির রোমেল, তাদের কণ্ঠেই ফিরবেন আইয়ুব বাচ্চু