বাচ্চুর অনুপ্রেরণা ও তিন গিটার নিয়ে পারফর্ম করার সেই স্টাইলেই চলবে রোমেলদের কার্যক্রম।
Published : 21 Mar 2025, 02:44 PM
আইয়ুব বাচ্চু নেই প্রায় সাত বছর। বাচ্চুর প্রয়াণের সাথে সাথে তার হাতে গড়ে ওঠা ব্যান্ড ‘এলআরবি’র কার্যক্রমও থমকে যায়। এলআরবি আর আইয়ুব বাচ্চুর ভক্তরা ইউটিউবসহ নানা মাধ্যমে তার এবং এলআরবির জনপ্রিয় গানগুলো শোনেন এখনো আগের মতোই মুগ্ধতা নিয়ে।
লম্বা সময় পর আশাজাগানিয়া খবর হচ্ছে এলআরবি ব্যান্ডের সাবেক ড্রামার রোমেল আবির্ভূত হচ্ছেন নতুন ব্যান্ড নিয়ে, যাদের উদ্দেশ্য হচ্ছে আইয়ুব বাচ্চুর গানগুলোকে কণ্ঠে ধারণ করার মাধ্যমে বাঁচিয়ে রাখা।
‘রোমেল অ্যান্ড ফ্রেন্ডস’ দলটি আসছে ঈদেই ‘পাপি’ নামের নতুন এক গান নিয়ে হাজির হচ্ছেন। গানটি তারা আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করবেন।
দলনেতা রোমেল বলেছেন, আইয়ুব বাচ্চুকেই অনুপ্রেরণা ধরে, তিন গিটার নিয়ে পারফর্ম করার সেই স্টাইল ধরেই চলবে তাদের কার্যক্রম।
“আমাদের ব্যান্ডের লাইনআপ তৈরি হয়েছে অনেক আগেই, ঘোষণা করেছি কিছুদিন আগে। এলআরবি নিয়ে তো এখন আর কিছু হচ্ছে না। বসের (আইয়ুব বাচ্চু) গানগুলো করার জন্যই ব্যান্ডটি তৈরি করেছি। পাশাপাশি নিজেদের নতুন গানও থাকবে,” এভাবেই নিজেদের উদ্দেশ্যটা জানান দিলেন রোমেল।
এলআরবি ব্যান্ডের সদস্য হিসেবে আইয়ুব বাচ্চুর গানগুলো ভক্ত-শ্রোতাদের স্মরণ করিয়ে দেওয়ার দায়িত্ববোধ থেকেই এই দল তৈরি করেছেন রোমেল।
তিনি বলেন, “বস আমাদের অভিভাবক ছিলেন, উনার সঙ্গে আমাদের সকল সদস্যদের খুব ভালো সম্পর্ক ছিল। আমার দিক থেকে যদি দেখি উনার সঙ্গে আমার সম্পর্কের গভীরতা অনেক ছিল। সন্তানের মত আদর করতেন। এটা আমার সৌভাগ্য। উনার সঙ্গে এক যুগের ও বেশি থেকেছি, উনার সঙ্গে বাজাতে পেরেছি। কতটা উনাকে রপ্ত করতে পেরেছি বলতে পারব না।
“বসের একজন সহযোদ্ধা হিসেবে তার গানগুলো আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। উনার গান সবাই করতে পারবে, এটা উনিই বলে গিয়েছেন৷ কেউ করুক বা না করুক আমার দায়িত্বের মধ্যে পড়ে তার গানগুলো মানুষকে স্মরণ করিয়ে দেওয়া।”
ব্যান্ডটি তৈরি করতে সাত বছর সময় লেগে গেল কেন- প্রশ্নে তিনি বলেন, “বস ছাড়া তো এলআরবি বা এবি কোনোটাই সম্ভব না। একটা আরেকটার সাথে সম্পৃক্ত। উনার গানগুলো এগিয়ে নিতে সাত বছর সময় লেগে গেল বিষয়টা এমন না। ‘রোমেল অ্যান্ড ফ্রেন্ডস’ একটা নাম। সাত বছর ধরে তো আমরা টুকটাক করে গান করছি। উনার চিন্তা চেতনাকে লালন করেই এই ব্যান্ড তৈরি করা।
“‘এলআরবি’ এমন একটা ব্যান্ড, এটা যে স্থানে আছে, যে উচ্চতায় আছে, সেটা সেখানেই থাকবে। বসের গানের মত ওরকম কম্পোজিশন ওরকম সুর কেউ পারবেও না। তার কাছাকাছি যদি কিছু করা যায় তাহলেই হল। আমরা আমাদের মত চেষ্টা করব। সারা বিশ্বের যত মানুষ উনার গান শুনেছে, আমাদের দেখেছে, উনার গানগুলো শুনলে উনার কথা মনে করবে। গানের এই দায়িত্ববোধ থেকেই আমরা সামনে এগোচ্ছি।”
স্টেজ পারফরম্যান্স বা গান গাইতে গিয়ে আইয়ুব বাচ্চুর কথা সবসময়ই মনে পড়ে রোমেলের।
“বসের সঙ্গে থাকতে পারাটা সৌভাগ্যের। উনার সঙ্গে থেকেছি, একই ধরনের স্বপ্ন দেখেছি। উনি চলে না গেলে হয়ত পথচলা হয়ত আরও দীর্ঘ হত। বসের কথা সবসময় স্মরণ হয়।
“আমাদের ব্যান্ডে কোনো কিবোর্ডটিস্ট নেই। বস যেমন তিনজন গিটারিস্ট নিয়ে বাজাতেন, আমরাও ঠিক তেমনই রাখার চেষ্টা করছি। বসকে সঙ্গে নিয়েই উনার স্টাইলটা ধরেই আমরা গান করার চেষ্টা করছি।”
‘এলআরবি’ ব্যান্ডের বাকি সদস্যরা তার দলকে স্বাগত জানিয়েছে কি না প্রশ্নে রোমেল বলেন, “না জানানোর কিছু নেই, আমরা সবাই একই ছিলাম, একই আছি। এখন সবাই ব্যস্ত, যে যার মত কাজ করছে। কিছুদিন আগেও বসের নতুন গান ‘ইনবক্স’ প্রচার করা হয়েছে।”
‘রোমেল অ্যান্ড ফ্রেন্ডস’ এর সদস্যরা হলেন রোমেল (ভোকাল ও ব্যান্ড লিডার), জুলিয়াস রাসেল (লিড গিটার), অভ্র রনি (রিদম গিটার), কাজী মাসুদুল হাসান (বেইজ গিটার), ফারাবি (ড্রামস অ্যান্ড ম্যানেজমেন্ট)।
তাদের আসন্ন ‘পাপি’ গানে কণ্ঠ দিয়েছেন রোমেল, সুরও করেছেন তিনি।
গানটি নিয়ে তিনি বলেন, “ঈদকে উপলক্ষ করেই ‘পাপি’ আসছে। গানের কথাগুলো সম্মিলিতভাবেই তৈরি হয়েছে। আমাদের ফেইসবুক পেইজেই প্রচার হবে গানটি।”
‘রোমেল অ্যান্ড ফ্রেন্ডস’ নিয়ে আগামী পরিকল্পনা জানিয়ে রোমেল বলেন, “অনেক গান বানাতে হবে। আমাদের কাজটাই এটা, আমাদের বেঁচে থাকা এতেই। যেন সবার পছন্দের মধ্যে থাকতে পারি। এখন তো গানবাজনা খুব একটা হচ্ছে না, পারমিশন পাচ্ছি না, কনসার্ট কম হচ্ছে। একসময় অনেক বেশি হত৷ ঈদের পরে হয়ত শুরু হবে। এগুলো নিয়েই ব্যস্ত থাকা হবে।”
আড়াই দশকের বেশি সময়ে ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘একদিন ঘুমভাঙা শহরে’, ‘চল বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘বারো মাস’, ‘হাসতে দেখ গাইতে দেখ’র মত বহু গান শ্রোতাদের উপহার দিয়েছেন আইয়ুব বাচ্চু।
২০১৮ সালের ১৮ অক্টোবর তার প্রয়াণের পর থেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ে দেশে-বিদেশে সাড়া ফেলা তার ব্যান্ড দল ‘এলআরবি’।